স্বাস্থ্য সুরক্ষায় সচেতন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অনেকে 'বডি বিল্ডার প্রেসিডেন্ট' হিসেবেও অভিহিত করে থাকে। মাঝে মাঝেই বলিউডের সালমান খানের মত নাঙ্গা দেহে জেমস বন্ডের ছবির নায়কদের ভঙ্গিতে সংবাদ মাধ্যমে প্রকাশ পায় পুতিনের ছবি। কখনও ঘোড়া, কখনও বাঘ আবার কখনও বলগা হরিণের সঙ্গে দেখা যায় তাকে।
জানা গেছে, পুতিনের কাজ কর্ম সম্পর্কে আগাম ধারণা পেতেই তার বডি ল্যাংগুয়েজ নিয়ে গবেষণা করছে পেন্টাগন। শারীরিক ভাবভঙ্গির ওপর গবেষণা করে তার আচরণের ব্যাপারে পূর্বাভাস করাই নাকি এ গবেষণার লক্ষ্য।
বিশেষজ্ঞরা মনে করেন, একজন ব্যক্তির বডি ল্যাংগুয়েজ বিশ্লেষণ করে তার আচরণ এবং মনোজগতের বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যায়। অবশ্য পুতিনের বডি ল্যাঙ্গুয়েজ গবেষণা করে পেন্টাগনের গবেষক ব্রেন্ডা কনোরস বলেন, পুতিন ঝুঁকি গ্রহণে অনিচ্ছুক। কিন্তু একই সঙ্গে তার বিরুদ্ধে সমালোচনার ক্ষেত্রে তিনি অত্যন্ত স্পর্শকাতর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।