আমাদের কথা খুঁজে নিন

   

এবার বনানী থেকে সোনা আটক

রাজধানীর বনানী ১১ নম্বর রোডে পুলিশের তল্লাশি চৌকির সামনে থেকে ৬০টি সোনার বারসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আজ রবিবার বেলা সাড়ে তিনটার দিকে তাঁদের আটক করা হয়।

পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার লুত্ফুল কবির সাংবাদিকদের জানান, এই তিনজন একটি প্রাইভেটকারে করে মহাখালী যাচ্ছিলেন। পথে ওই তল্লাশি চৌকির সামনে সিএনজিচালিত এক অটোরিকশার সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা লাগে। এরপর প্রাইভেটকারের এই তিন আরোহী গাড়ি থেকে নেমে অটোরিকশার চালকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

এ সময় তাঁদের একজনের হাতে একটি ছোট কালো ব্যাগ দেখতে পেয়ে পুলিশের সন্দেহ হয়।

পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করে তল্লাশি চালাতে গেলে তাঁরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের তল্লাশি চৌকির কয়েকজন তাঁদের জাপটে ধরে বনানী থানায় নিয়ে আসেন। পরে ওই ব্যাগ থেকে সোনার ৬০টি বার উদ্ধার করা হয়। একেকটি বারের ওজন ১১ তোলা।

আজ সকালেই বনানী থেকে আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য ও বিভিন্ন বণ্যপ্রাণীর চামড়াসহ পাঁচজনকে আটক করা হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.