আমাদের কথা খুঁজে নিন

   

ভিয়েনায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার বাংকলেকারগাসে  অস্ট্রিয়া আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়েছে।

৭ মার্চ বিকেলে 'বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রবাসী বাঙালিদের এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির।

সমাবেশে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম. নজরুল ইসলাম বলেন, কোটি কোটি বাঙালির আবেগকে বঙ্গবন্ধু তার কণ্ঠে ধারণ করেছিলেন।

৭ই মার্চের সেই কালজয়ী ভাষণ তার উজ্জ্বল প্রমাণ। সে দিন ২৩ বছরের পাকিস্তানিদের অত্যাচার-নিপীড়ন আর সীমাহীন বঞ্চনা থেকে মুক্তির জয়বার্তাই কেবল বঙ্গবন্ধু ঘোষণা করেননি; বাঙালির সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক মুক্তির রূপরেখাও রয়েছে তার ওই ভাষণে।

তিনি আরও বলেন, ৩০ লাখ বাঙালির রক্তে, ৪ লাখেরও অধিক মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতার যে বিজয় মুকুট পরেছে বাংলাদেশ-তার বীজ অঙ্কুরিত হয়েছিল বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে। এ কারণেই বঙ্গবন্ধুর এ ভাষণটি পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠতম।

সভায় আরও বক্তব্য রাখেন, অস্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি আকতার হোসেন, সাইফুল ইসলাম জসিম, সামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুহি দাস সাহা, সাইফুল হক প্রমুখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।