আমাদের কথা খুঁজে নিন

   

মোদির জন্য সুনিশ্চিত আসন পেতে হিমশিম খাচ্ছে বিজেপি

লোকসভা নির্বাচনে বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির জন্য দুটি সুনিশ্চিত আসনের কথা ভাবছে বিজেপি। প্রথমে দলীয় আলোচনায় ভাবা হয়েছিল মোদি একটি কেন্দ্র থেকেই লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার জন্য নির্দিষ্ট করা হয়েছিল গুজরাটের গান্ধীনগর কেন্দ্রটি। কিন্তু এখন প্রমোদ গুনছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। মোদিকে মাত্র একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জিতিয়ে আনতে গেলে প্রবল ঝুঁকিপূর্ণ পদক্ষেপ হবে।

বিজেপির নেতারা এই আশঙ্কাও করেছেন, দলে যারা মোদিকে পছন্দ করেন না তারা বিরোধীদের সঙ্গে যোগসাজশ করে মোদিকে হারিয়ে দিতে পারে। আর এ কারণে দুটি সুনিশ্চিত আসন খুঁজতে উঠেপড়ে লেগেছে দলের হাইকমান্ড। মোদির জন্য সুনিশ্চিত কেন্দ্র কেউ ছাড়তে রাজি নয়। আরএসএস ভেবেছিল গুজরাটের গান্ধীনগর এবং উত্তর প্রদেশের বারানসী দুটি কেন্দ্র থেকেই মোদিকে জিতিয়ে আনতে পারলে এক ঢিলে দুই পাখি ঘায়েল করা সম্ভব হবে। একদিকে মোদির জনপ্রিয়তা কতখানি তা যেমন প্রমাণ করা যাবে, তেমনি দলে মোদির যারা কট্টর সমালোচক তাদের মুখের ওপরেও জবাব দেওয়া যাবে।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.