আমাদের কথা খুঁজে নিন

   

মিউজিটি স্ট্রিমিং সার্ভিসে স্যামসাং

বার্তাসংস্থা বিবিসি জানিয়েছে, ‘মিল্ক মিউজিক’ থেকে শোনা যাবে ২০০টি রেডিও স্টেশনের ব্রডকাস্ট। এছাড়া আরও আছে ১ কোটি ৩০ লাখ গান।
অনেক প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানের কাছেই মিউজিকি স্ট্রিমিং এখন সম্ভবনাময় ব্যবসাক্ষেত্র। তবে এই বাজারেও প্রতিযোগিতা কম নয়। স্পুটিফাই, প্যান্ডোরা আর অ্যাপলের আইটিউনসের মতো বাজারের প্রতিষ্ঠিত মিউজিক স্ট্রিমিং সার্ভিসের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করতে হবে স্যামসাংকে।


স্যামসাংয়ের মিল্ক মিউজিক ব্যবহার করা যাবে কেবল স্মার্টফোনেই। তবে বাজারের বর্তমান সার্ভিসগুলোর মধ্যে একাধিক মিউজিক স্ট্রিমিং সার্ভিস ব্যবহার করা যায় যে কোনো ডিভাইসে। এদিক থেকে স্যামসাং প্রতিযোগীদের থেকে পিছিয়ে আছে মনে হলেও ব্যবহারকারীদের মন জয় করতে নিজেদের আত্মবিশ্বাসের কথা বলা হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।
‘মিউজিক স্ট্রিমিংয়ের বাজার অনেক প্রতিযোগিতামূলক হলেও যথেষ্ট উন্নতির সুযোগ রয়েছে’- বক্তব্য স্যামসাংয়ের ভাইস প্রেসিডেন্ট অফ মিউজিক ড্যারেন সুইয়ের। প্রাথমিক পর্যায়ে মিল্ক মিউজিক ব্যবহারের সুযোগ পাচ্ছেন কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরাই।


এটাই স্যামসাংয়ের প্রথম মিউজিক স্ট্রিমিং সেবা নয়। ২০১২ সালে মিউজিক হাব নামে আরেকটি মিউজিকি স্ট্রিমিং সার্ভিস চালু করেছিল প্রতিষ্ঠানটি। তবে ব্যবহারকারীদের কাছ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় স্যামসাং মিউজিক হাব বন্ধ করে দিয়েছে কিছুদিন আগেই।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.