আমাদের কথা খুঁজে নিন

   

না ফেরার দেশে বাংলানিউজের নিউজরুম এডিটর রনি

না ফেরার দেশে চলে গেলেন অনলাইন নিউজ পোট্রাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম- এর নিউজরুম এডিটর মাহমুদুল ইসলাম রনি (২৫)। আজ সোমবার সকালে নিউজরুমে কর্তব্যরত অবস্থায় তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহে...রাজিউন)।

সোমবার সকালে বাংলানিউজ অফিস ডিউটিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রনি। সহকর্মীরা দ্রুত তাকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা জানান, তিনি ম্যাসিভ হার্ট অ্যাটাক করেছেন।

অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। এরপর সকাল সাড়ে ৭টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রনির কর্মস্থল বাংলানিউজ সূত্রে জানা যায়, তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করে ২০১৩ সালে বাংলানিউজে যোগ দেন। এর আগে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের করেসপন্ডেন্ট হিসেবে সাংবাদিকতা শুরু করেন। মাগুরায় তার গ্রামের বাড়ি।

রনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বাংলানিউজের এডিটর ইন চিফ আলমগীর হোসেন বলেন, বয়সে তরুণ এমন একটি তাজা প্রাণ এভাবে ঝড়ে যাওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

রনির শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মীতা জানিয়েছেন বাংলানিউজ ও বাংলাদেশ প্রতিদিনের পরিবারের সদস্যরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।