আমাদের কথা খুঁজে নিন

   

ওগো মা…তোমার ডানপিটে সেই ছেলে…..

ওগো মা…..
আমার মা……..
তোমার ডানপিটে সেই ছেলে…..
তোমার জন্য আকুল হয়ে….
দু চোখের জল ফেলে…...।
ওগো মা…..
তোমার মমতা মাখা ডাক….
শুনতে.. ভীষন ইচ্ছে করে…
আমার ভালো লাগে না…
তোমায় ছেড়ে.. এই.. দুর শহরে…।
... ওগো মা…..
তোমার মত …..…
হাত বুলিয়ে দেয় না তো কেউ….
নেয় না আর তোমার মতো আঁচল তলে...।
ওগো মা…..
তোমার বিশ্ব জোড়া মুখখানি….
দেখি যখন…
যাই সকল কস্ট ভুলে…..
তুমি নাও না বুকে তুলে……...।
ওগো মা…..
আমার তৃষ্ণার্ত এ বুক…
কেমন খা খা করে…
খুঁজে বেড়াই পথে পথে…
দেখতে পাইনা এই দুটি চোখ তুলে…..।


ওগো মা…..
দেয় না কেউ তোমার মত…
মুখে খাবার তুলে……...।
ওগো মা….. একটিবার…
শুধু একটি বার ঘুমাবো তোমার কোলে…।
ওগো মা…..
তোমার ডানপিটে সেই ছেলে…..
তোমার জন্য আকুল হয়ে….
দু চোখের জল ফেলে….।
ওগো মা…………………..
আমার ভুবন জয়ী মা….
একটিবার…শুধু একটি বার….
নাও না কোলে তুলে………………….।
নাও না বুকে তুলে…………………..।


আমি ঘুমাবো সকল কস্ট ভুলে……..। ।

সোর্স: http://prothom-aloblog.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।