আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে ইতিহাসের রহস্যময় বিমান দুর্ঘটনা বা হারিয়ে যাওয়ার তালিকায় মালয়েশিয়ান MH370 বোয়িং 777-200 !!!!!

ছবিটি তোলা হয়েছে ৮ মার্চ ২০১৪ ইং। হারিয়ে যাবার পূর্বে তোলা এটিই সর্বশেষ ছবি।
MH370 বোয়িং 777-200 বিমানটি নিখোঁজ হওয়ার পর ৪৮ ঘণ্টারও বেশি সময় অতিক্রম হয়েছে। এত দীর্ঘ সময় চলে যাওয়ার পরও বিমানটির কোনো হদিস না পাওয়া এবং বিধ্বস্ত হয়ে থাকলে ঠিক কোথায় তা হয়েছে বা ধ্বংসাবশেষ না পাওয়ায় বিভিন্ন প্রশ্ন দাঁনা বাধছে। তাই যেকোনো সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছেন না সংশ্লিষ্টরা।

২২৭ জন যাত্রী ও ১২ জন ক্রু নিয়ে উড়োজাহাজটি গত শুক্রবার মধ্যরাতের পর মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চীনের বেইজিংয়ের উদ্দেশে ছেড়ে যায়। এর এক ঘণ্টা পর গ্রিনিচ মান সময় বিকেল সাড়ে পাঁচটার (স্থানীয় সময় শনিবার রাত দেড়টা) পর রাডারের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়। ঘটনার সময় এটি ভিয়েতনামের দক্ষিণ এলাকায় জলসীমার ওপরে ছিল।
উড়োজাহাজটিতে ১৪টি দেশের নাগরিকেরা আরোহী ছিলেন। এর মধ্যে দুই-তৃতীয়াংশই ছিলেন চীনের নাগরিক।

বাকিরা এশিয়া, উত্তর আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশের নাগরিক।

মালয়েশিয়ান এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমদ জাওহারি ইয়াহিয়া এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা কোনো ধরনের সম্ভাবনাই নাকচ করে দিচ্ছি না। ২২টি বিমান ও ৪০টি বিভিন্ন ধরনের নৌযান তন্ন তন্ন করে খুঁজছে বিমানটিকে।

এদিকে বিমানটির খোঁজে উদ্ধার অভিযান আরো জোরদার করা হয়েছে। আরও বিশাল এলাকাজুড়ে উদ্ধার কাজ চলছে বলে পরিবহন মন্ত্রী জানান।


অপরদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের নিরাপত্তা কর্মকর্তারা জানান, সন্ত্রাসী হামলার কোনো তথ্যপ্রমাণ তাদের হাতে নেই। বিমানটিতে হামলা বা ছিনতাইয়ের মতো কোনো আভাস তারা পাননি।

রাডারে ধরা পড়া MH370 সর্বশেষ যোগাযোগ
রাডারে ধরা পড়া MH370 বোয়িং 777-200 সর্বশেষ যোগাযোগ।

সোর্স: http://prothom-aloblog.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।