আমাদের কথা খুঁজে নিন

   

রাজ্জাক নাসিরের স্বপ্ন

আব্দুর রাজ্জাক রাজ দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। নাসির হোসেনকে বলা হয় 'দ্য ফিনিশার'। দুজনের পারফরম্যান্সের উপর নির্ভর করছে ঘরের মাটিতে টি-২০ বিশ্বকাপে টাইগারদের সাফল্য। যদিও দুজনে কঠিন সময় পার করছেন। আফগানিস্তান ম্যাচে হারের পর যে চার ক্রিকেটারকে সতর্ক করেছিল বিসিবি, তাদের মধ্যে ছিলেন এ দুজন।

কঠিন সময় পার করলেও টি-২০ বিশ্বকাপে ভালো কিছুর স্বপ্ন দেখেন দুই ক্রিকেটার। তবে ভালো কিছুর জন্য প্রথমেই দলকে টপকাতে হবে আফগানিস্তানের কঠিন হার্ডল। এশিয়া কাপে হারলেও টি-২০ বিশ্বকাপে আফগানদের পাত্তাই দিচ্ছেন না নাসির। রাজ্জাকও একই পথে হাঁটছেন। সবারই টার্গেট দ্বিতীয় পর্ব।

শ্রীলঙ্কা সিরিজে টানা হার। সেই ধারাবাহিকতা এশিয়া কাপেও। টানা হারে ক্রিকেটারদের মানসিক অবস্থাও ভালো থাকার কথা নয়। সেটা স্বীকার করেছেন রাজ্জাক রাজ। অবশ্য এখন অনেক ভালো বলে জানিয়েছেন দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার, 'কিছুদিন আগে সবাই হতাশ ছিলেন।

কিন্তু এখন সবাই ভালো। পরশু (কাল) টিমি মিটিং হয়েছে। মিটিংয়ের পর সবাই ফ্রেশ। এশিয়া কাপে কিন্তু আমরা খারাপ ক্রিকেট খেলিনি। কিন্তু ফল ভালো হয়নি।

' এশিয়া কাপে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে শেষ দুটি ম্যাচে ভালো খেলেছে টাইগাররা। সেই ম্যাচ দুটিকে প্রেরণা হিসেবেই নিচ্ছেন রাজ্জাক, 'অবশ্যই। এশিয়া কাপে আফগানিস্তান ছাড়া সব ম্যাচেই আমরা ভালো খেলেছি। টি-২০ বিশ্বকাপে চেষ্টা করব, আফগানিস্তান ম্যাচের ভুলগুলো যাতে না হয়। ' টি-২০ বিশ্বকাপের দলের টার্গেট নিয়ে বলেন, 'আমাদের টার্গেট প্রথম ম্যাচ জেতা।

যদি প্রথম ম্যাচ জিতি, তাহলে দ্বিতীয় রাউন্ড খেলব। '

দ্বিতীয় রাউন্ডে খেলতে হলে বাংলাদেশকে ১৬ মার্চ হারাতে হবে আফগানিস্তানকে। ক্রিকেটপ্রেমীদের অনেকেই মনে করছেন, কাজটা খুব সহজ নয়। তবে নাসির সেটা মানছে না, 'এশিয়া কাপে তাদের বিপক্ষে হারলেও আমি মনে করি টি-২০ বিশ্বকাপে তারা আমাদের সঙ্গে পারবে না। তবে তাদের হারাতে হলে ভালো ক্রিকেট খেলতে হবে।

ভালো খেললে ওরা পারবে না। ' ব্যাট হাতে বহু ম্যাচ জিতিয়েছেন। কিন্তু এখন ভুগছেন রান ক্ষরায়। তাতেই বিপদে পড়েছে দল। কারণও বলেছেন নাসির, 'ইদানীং ম্যাচ ফিনিশ করতে পারছি না।

সমস্যা হচ্ছে। সবসময় এক রকম যায় না। খারাপ সময় যেতেই পারে। আমি মনে করি ২-৩টি ম্যাচ খারাপ হয়েছে। আশা করি সামনের ম্যাচগুলোতে ঠিক হয়ে যাবে।

'

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।