আমাদের কথা খুঁজে নিন

   

এবার সোনার লাঙ্গল নিলেন জাপার দুই এমপি

এবার সোনার লাঙ্গল উপহার নিলেন জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ ও সৈয়দ আবু হোসেন বাবলা। গতকাল যাত্রাবাড়ীতে এক কমিউনিটি সেন্টারে নেতাকর্মী, সাধারণ মানুষ, প্রশাসনের উপস্থিতিতে যাত্রাবাড়ী থানা জাপার পক্ষ থেকে দুই এমপিকে একটা করে এক ভরি ওজনের স্বর্ণের লাঙ্গল তুলে দেওয়া হয়। দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে কাজী ফিরোজ রশীদ ও ঢাকা-৪ আসন থেকে সৈয়দ আবু হোসেন বাবলা নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দেয় যাত্রাবাড়ী থানা জাতীয় পার্টি। এ সময় যাত্রাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অবনী শংকর রায়সহ স্থানীয় জাতীয় পার্টির নেতারা বক্তব্য রাখেন।

কাজী ফিরোজ রশিদ বলেন, যারা সন্ত্রাসী, অপহরণকারী, ডাকাত, তাদের ক্রসফায়ার দিয়ে মেরে ফেলা উচিত।

যে সব মানবাধীকার কর্মী, সুশীল সমাজ ক্রসফায়ারে বিপক্ষে কথা বলেন, তারা দেশের শান্তি চায় না। তারা সন্ত্রাসী, অপহরণকারী ও চোর-ডাকাতকে উৎসাহিত করার জন্য মানবাধিকারের ধুয়া তুলে। তিনি বলেন, দেশের মূল সমস্যা এখন মাদক এবং সন্ত্রাস। এই দুটি সমস্যা সরকারকে কঠোরভাবে দমন করতে হবে। এই দুই সমস্যা নিয়ে কোন সরকার সুনামের সঙ্গে দেশ পরিচালনা করতে পারে না।

তিনি বলেন, অপহরণ বেড়ে গেছে। শিক্ষার্থী, ব্যাসসায়ীদের অপহরণ করার পর মুক্তিপণ পেয়েও লাশ ফেরত দিচ্ছে। পরবর্তীতে অপরহরণকারীরা গ্রেফতার হলেও আইনের ফাক ফোকর দিয়ে বের হয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে সরকারের কঠোর হতে হবে।

সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, দেশের বৃহত্তর স্বার্থে, সংবিধান সমুন্নত রাখার জন্য জাতীয় পার্টি ৫ জানুয়ারীর নির্বাচনে অংশ নিয়েছে।

যারা এই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে তারা দেশ, জণগণ ও গণতনে্ত্রর শক্র। তাদেরকে সর্ব ক্ষেত্রে প্রতিরোধ করতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.