আমাদের কথা খুঁজে নিন

   

প্রশিকার প্রধান নির্বাহীসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

কর্মচারীর টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগে প্রশিকার প্রধান নির্বাহী কাজী খাজে আলমসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। অন্য দুজন হলেন, পরিচালক ও সিএফও আলতাফ হোসেন তালুকদার এবং কর্মী কল্যাণ তহবিলের উপ-পরিচালক আলমগীর হোসেন।

আজ মঙ্গলবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক এ আদেশ দেন। আদালতে আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. ওবায়দুল হক।

গত বছরের ১১ সেপ্টম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালতে মামলাটি দায়ের করেন প্রশিকারই সাবেক কম্পিউটার অপারেটর কামরুল ইসলাম।

মামলাটি আমলে নিয়ে বিচারক তদন্তপূর্বক রূপনগর থানার ওসিকে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন।

মামলায় বাদী অভিযোগ করেন, ২০০৮ সালের ২০ অক্টোবর এক সড়ক দুর্ঘটনায় বাদীর বাম পা ভেঙে যায় এবং মুখমণ্ডলসহ সারা শরীরে মারাত্মক জখম হওয়ায় কর্মক্ষমতা হারিয়ে পদত্যাগ করতে বাধ্য হন।

দীর্ঘদিন চাকরি করার ফলে প্রভিডেন্ট ফান্ড, কর্মচারীকল্যাণ তহবিল ও গ্রাচুইটি ফান্ডসহ মোট এক লাখ ৩৫ হাজার ৩৮৬ টাকা পাওনা হয়। প্রশিকা তাকে ৫০ হাজার টাকা পরিশোধ করলেও ৯৫ হাজার ৩৮৬ টাকা পরিশোধ না করে একের পর এক তারিখ দিয়ে ঘুরাতে থাকে।

২০১৩ সালের ১৩ জানুয়ারি পাওনা টাকা পরিশোধের জন্য তিনি উকিল নোটিস পাঠান।

কিন্তু প্রশিকা কর্তৃপক্ষ তার কোনে জবাব দেয়নি। দীর্ঘদিন উকিল নোটিসের জবাবের অপেক্ষা করে গত বছরের ২৯ জুলাই বাদী আসামিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করলে আর কোনও টাকা দেবেন না এবং টাকা চাইতে গেলে মেরে ফেলার হুমকি দেন।

উল্লেখ্য, মামলার বাদী কামরুল ইসলাম ২০০০ সালের ৪ মে ঝালকাঠি জেলার রাজপুর থানা উন্নয়ন কেন্দ্রে কম্পিউটার অপারেটর হিসেবে যোগ দেন। পরবর্তীতে ঢাকার রামপুরা উন্নয়ন কেন্দ্রে বদলি হয়ে আসেন। এখানে কর্মরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে কর্মক্ষমতা হারিয়ে ফেলেন তিনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।