আমাদের কথা খুঁজে নিন

   

প্রত্যন্ত অঞ্চলের ডাক্তারদের সুবিধা বাড়বে: প্রধানমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলে নিযুক্ত ডাক্তারদের সুযোগ-সুবিধা বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি স্বাস্থ্য ও স্বাস্থ্য শিক্ষা খাতে উন্নয়নের জন্য সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান।

আজ মঙ্গলবার সকালে তার কার্যালয়ে জাতীয় স্বাস্থ্য কাউন্সিলের সঙ্গে এক বৈঠকে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, শুধু ব্যবসার কথা চিন্তা করে নয়, মানুষকে সেবা দেওয়ার মনোভাব নিয়ে কাজ করতে হবে।

মেডিকেল কলেজগুলো ও মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, চট্টগ্রাম ও রাজশাহীতে আরও দুটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।

তিনি বলেন, তার সরকার আয়ুর্বেদীয়, ইউনানী ও হোমিওপ্যাথিক শিক্ষাকে যুগোপযোগী করার পদক্ষেপ নিয়েছে। তার সরকার নার্স ও স্বাস্থ্য প্রযুক্তিবিদ কর্মীদের শিক্ষার ওপর গুরুত্বারোপ করেছে এবং সিদ্ধান্ত নিয়েছে ডাক্তারদের পাশাপাশি শিক্ষিত নার্স ও স্বাস্থ্য প্রযুক্তি কর্মীর সংখ্যাও বাড়ানো হবে।

স্বাস্থ্যখাতে তার পূর্ববর্তী সরকারের পাঁচ বছরের সাফল্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হয়েছে।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের এ কথা জানান।

বৈঠকে অন্যদের বক্তব্য দেন- জাতীয় অধ্যাপক ডা. এম আর খান, জাতীয় অধ্যাপক ডা. শায়লা খাতুন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, পরিকল্পনা মন্ত্রী এ এইচ এম মোস্তফা কামাল, রেলমন্ত্রী মুজিবুল হক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, বি এম এ সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, সাবেক বি এম এ সভাপতি ডা. রশিদ-ই-মাহবুব ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক প্রাণ গোপাল দত্ত বক্তব্য দেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.