আমাদের কথা খুঁজে নিন

   

কণ্ঠশীলনের আয়োজনে ওয়াহিদুল হক স্মারণিক মিলনোৎসব ২০১৪



সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর

সুধী,
হাজার বছরের বাংলা ভাষা নিয়ে বাঙালি যেমন গর্বিত তেমনি সেই ভাষাকে একমান ভাষায়, এক সাহিত্যের ভাষায় পৃথিবীময় ছড়িয়ে দিতে কণ্ঠশীলনসহ সকল বাংলাভাষী আজ বদ্ধপরিকর। সময় এসেছে, আসুন আরেকবার সম্মিলিতভাবে মাতৃভাষার পাশে দাঁড়াই, মমতাময়ী বাংলাকে অনুপুঙ্খ মর্যাদাদানে একাত্ম হই।
আগামী ২রা চৈত্র/ ১৬ই মার্চ কণ্ঠশীলন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ওয়াহিদুল হকের ৮১তম জন্মদিন। তাঁর জন্মদিনকে ঘিরে আগামী ৩০শে ফাল্গুন ও ১লা চৈত্র ১৪২০ / ১৪ ও ১৫ই মার্চ ২০১৪, শুক্রবার ও শনিবার, শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি, শাহবাগ, ঢাকায় কণ্ঠশীলন উদযাপন করতে যাচ্ছে ‘ওয়াহিদুল হক স্মারণিক মিলনোৎসব’
একই সঙ্গে কণ্ঠশীলনের ৩০ বছর পূর্ণ হচ্ছে এবং বিদ্যায়তনের ৮০তম আবর্তন সম্পন্ন হচ্ছে।

কণ্ঠশীলন গত তিন দশক ধরে সারা দেশে ছয় হাজারের অধিক সদস্যের এক সংস্কৃতিমান পরিবার গড়ে তুলেছে। বিরতিহীনভাবে দেশের সাংস্কৃতিক ও মানব-মূল্যবোধের সকল কর্মে নিজেদের নিয়োজিত রেখে চলেছে। বাংলা ভাষা, বাঙালি জাতীয়তাবোধ এবং বাংলাদেশকে তার সকল কর্মে মুক্তিযুদ্ধের চেতনায় ‘চির উন্নতশীর’ করবার প্রয়াস পেয়েছে।
আমাদের অনুষ্ঠানে আপনাকে বিনম্র আমন্ত্রণ জানাই। আসুন একত্র হই, আনন্দ-বেদনা-উচ্ছ্বাসে একযাত্রী হই।



কাইয়ুম চৌধুরী
সভাপতি, কণ্ঠশীলন।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.