আমাদের কথা খুঁজে নিন

   

ফুলকপির আচার

দালান দিলি মহল দিলি,বাড়ির নিচে পুশকরিনী,এক খানা পানসী দিতে পারো নি,বাঘা জল,কাঁচা পানি,শুনো হে মিসতিরি,একটু ও লবণ দিতে পারো নি...

ফুলকপি দিয়ে নানান পদের খাবার হয়তো খেয়েছেন । ফুলকপির আচার খেয়েছেন কখনো? একেবারেই ভিন্ন ধরণের এই আচারটি খেতে খুবই মজা। ফুলকপির আচার তৈরিও খুবই সহজ। যে কেউই খুব কম সময়েই বানিয়ে ফেলতে পারবেন ফুলকপির আচার। রেসিপি টা আমাকে আমার এক ভার্চুয়্যাল আপু দিয়েছেন ।

ছবি গুলো ও উনার । আমি নিজে বাসায় বানিয়েছি,অনেক ভালো হয় খেতে । সবাই ট্রাই করে দেখতে পারেন । কষ্ট বিফলে যাবে না, সিউর ।




উপকরণঃ

ফুলকপি ১ কেজি
চিনি ১০০ গ্রাম
লবণ স্বাদমতো
সরিষার তেল ৩০০ গ্রাম
পাতিলেবু ৮টি (১০০ গ্রাম রস)
সরষে ১০ চা চামচ
গরম মশলা
জিরা গুঁড়ো ২ চা চামচ
শুকনো মরিচ (টালা গুঁড়ো) ২ চা চামচ
ভিনেগার ১ কাপ

প্রস্তুত প্রণালীঃ

১।

ফুলকপি ছোট ছোট টুকরো করে ভাপিয়ে নিন।
২। এরপর বাতাসে রেখে ভালো করে শুকিয়ে নিন ফুলকপি গুলোকে।
৩। সব মশলা বেটে ভিনেগারের সাথে মিশিয়ে রাখুন।


৪। কড়াইয়ে তেল গরম করে তাতে অল্প চিনি দিন।
৫। চিনি বাদামি রং হয়ে গেলে সব মশলা তেলে দিয়ে একটু ভেজে নিন।
৬।

এরপর ফুলকপি দিয়ে সাবধানে যেন ভেঙ্গে না যায়।
৭। ফুলকপি তেলের ওপর উঠে গেলে লবণ ও বাকি চিনিটুকু মিশিয়ে দিন।
৮। আচার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে লেবুর রস মিশিয়ে দিন।


৯। এরপর আচার একটি কাচের জারে ভরে রাখুন।
১০। উপরে সরিষার তেল দিয়ে ডুবিয়ে রাখুন নাহলে আচার নষ্ট হয়ে যেতে পারে।





অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।