আমাদের কথা খুঁজে নিন

   

৪৮ ঘণ্টার মধ্যে মওদুদকে পাসপোর্ট দিতে হাইকোর্টের নির্দেশ

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট অফিসের মহাপরিচালককে আদালতের এ নির্দেশনা পালন করতে হবে।

এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে আজ বুধবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে আবেদনের পক্ষে মওদুদ আহমদ নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়।

পরে বিশ্বজিৎ রায় সাংবাদিকদের বলেন, ব্যারিস্টার মওদুদ আহমদ এমআরপি পাসপোর্ট করতে দিয়েছিলেন। কিন্তু যথাসময়ে পাসপোর্ট না পেয়ে তিনি আদালতে রিট মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তার পাসপোর্ট ৪৮ ঘণ্টার মধ্যে দিতে রায় দিয়েছেন।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ৭২ ঘণ্টার মধ্যে এমআরপি পাসপোর্ট করতে আবেদন করেন মওদুদ। কিন্তু পাসপোর্ট অফিস তাকে ৭২ ঘণ্টার মধ্যে না দেওয়ায় তিনি হাইকোর্টে রিট করেন।

৬ মার্চ হাইকোর্ট এ বিষয়ে রুল জারি করেন। বুধবার এ রুলের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট রায় দেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।