আমাদের কথা খুঁজে নিন

   

নেত্রকোনায় ভাতিজা হত্যার দায়ে চাচার ফাঁসি

নেত্রকোনার মদন উপজেলায় ভাতিজা কোকিলকে (৫) কুপিয়ে হত্যার দায়ে চাচা নীলু মিয়াকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে আদালতের অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল হামিদ আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।

আদালতের সহকারী সরকারি কৌসুলী (এপিপি) অ্যাডভোকেট সুভাষ বণিক অজয় জানান, জেলার মদন উপজেলার কাইকুরিয়া গ্রামের মৃত আব্দুল মজিদের দুই ছেলে আরজু মিয়া ও নীলু মিয়ার (৪৩) মধ্যে পৈত্রিক জমির ভাগ ভাটোয়ারা নিয়ে বিরোধ চলছিল। ২০০৫ সালের  ৯ মে দুপুর সোয়া ২টার দিকে আরজু মিয়া ও তার স্ত্রী কোকিলকে রান্না ঘরে রেখে বাড়ির সামনে ধান শুকাতে যান। এই সুযোগে নীলু মিয়া কোকিলকে একা পেয়ে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান।

এ ব্যাপারে আরজু মিয়া ওই দিনই নীলু মিয়াকে আসামি করে মদন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ গত বছরের ১৮ জুলাই চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় দেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.