আমাদের কথা খুঁজে নিন

   

বগুড়ায় সোনালী ব্যাংকের টাকা লুটের ঘটনায় আটক আরও ৮

বগুড়ার আদমদীঘির সোনালী ব্যাংক শাখার সুরঙ্গ কেটে টাকা লুটের ঘটনার ছয়দিন পেরিয়ে গেলেও টাকা উদ্ধার হয়নি। তবে টাকা লুটের ঘটনায় আরও আটজনকে আটক করেছে পুলিশ।

গতকাল মঙ্গলাবর রাতে বগুড়ার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে তাদের পরিচয় বলা হয়নি। মামলার তদন্তকারী কর্মকর্তা আদমদিঘি জহুরুল ইসলাম জানান আটকের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।

গ্রেফতার না দেখানো পর্যন্ত তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় প্রকাশ করা যাবে না।

এর আগে আটজনকে গ্রেফতার দেখিয়ে পাঁচদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

জানা যায়, দুর্বুত্তরা সুড়ঙ্গ খনন করে বগুড়ার আদমদিঘি উপজেলা সোনালী ব্যাংক শাখার ভল্ট ভেঙে ৩০ লাখ ৭৯ হাজার ৫০৩ টাকা লুট করে নিয়ে যায়। গত শনিবার ব্যাংকের কর্মকর্তাদের নজরে আসে টাকা লুটের ঘটনাটি।

লুটের ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ সব মিলিয়ে ১৬ জনকে গ্রেফতার করেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।