আমাদের কথা খুঁজে নিন

   

বিখ্যাত ফরাসী কবিদের কয়েকটি দূর্লভ কবিতা (অনুবাদ) ( ৩য় পর্ব )

নির্বাক ঠিক ঐ কেটে ফেলা পালকের পাখীর মত দু চোখ দিয়ে ঠিকরে বেরোয় জীবনের প্রতি অথবা জন্মানোয় প্রবল ঘৃনা

বই পড়তে পড়তে কয়েকটা কবিতা এবং কবিতার অংশ বিষেশ পেলাম । ইচ্ছে করছিলো পুরো কবিতা বা ঐসকল লেখকদের আরো কবিতা পড়তে । কিন্তু যে কবিতা গুলো খুজেছি তার অনেক গুলোই পাইনি ।
তাই আর শেয়ার করার লোভ সামলাতে পারলাম না ।
.
১৯।


আমি দাঁড়িয়ে আছি এই নারীসুলভ ভুমিদৃশ্যের সামনে
যেন আগুনের সামনে একটি বালক
ঠোটে অস্পষ্ট হাস্য চোখে অশ্রুবিন্দু
এই দৃশ্যের সামনে আয়না ঝাপসা হয়ে যায়,
আয়না ঝকঝক করে, প্রতিফলিত হয় দুটি নগ্ন শরীর
এক ঋতুর প্রতি অন্য ঋতু
______ পল এলুয়ার
.
২০।
রাত্রি তুমি পবিত্র, রাত্রী তুভি পরিব্যাপ্ত, রাত্রি তুমি সুন্দর
বিশাল অঙারাখায় ঢাকা রাত্রি
রাত্রী তোমায় ভালোবাসি , তোমায় সাদর সম্ভাষণ জানাই,
তোমায় গৌরবোউজ্জ্বল করি,
তুমিই আমার জ্যেষ্ঠা কন্যা এবং আমার সৃষ্টি
হে রুপসী রাত, বিশাল আঙরাখায় ঢাকা রাত
তারকা সজ্জিত আঙরাখায় আমার কন্যা
তুমি ফিরিয়ে আনো আমার মনে ফিরিয়ে আনো
সেই উদার নিস্তব্ধতা , আমার অকৃতজ্ঞতার বন্যাদ্বার
খুলে দেবার আগে ,যা এখানেই ছিল ছড়িয়ে
______ শার্ল পেগি
.
২১।
কাকে তুমি সবচেয়ে ভালোবাসো, হেঁয়ালি-মানুষ ,আমায় বলো ?
তোমার বাবা ,মা ,বোন ,ভাইকে ?
- আমার বাবা নেই , মা নেই , বোন নেই , ভাই নেই ।
- তোমার বন্ধুদের ?
- তুমি এমন একটা শব্দ ব্যাবহার করেছো ,যার অর্থ আমি আজ পর্যন্ত বুঝিনি ।
- তোমার দেশ ?
- কোন দ্রাঘিমায় তার অবস্থান আমি জানি না ।


- সৌন্দর্যকে ?
- আমি আনন্দের সঙ্গেই তাকে ভালবাসতাম ,যদি হতো সে কোন দেবী এবং অমর
- সোনা ?
- আমি তা ঘৃণা করি , যেমন তুমি ঈশ্বরকে
- তবে, কি তুমি ভালবাসো , অসাধারণ অগন্তুক ?
- আমি ভালবাসি মেঘ ,যে-সব মেঘেরা ভেসে যায় , ঐ ওখানে. . . .
ঐ সেখানে . . . . বিস্ময়ময় মেঘেরা !
______ শার্ল বোদলেয়ার
.
২২।
সকলেরই মুখে সূর্যাস্তের কথা
পৃথিবীর এ অন্চলে সব পর্যটকরাই
সূর্যাস্ত বিষয়ে কথা বলতে একমত
এমন অসংখ্য বই আছে ,
যাতে শুধু সৃর্যাস্তেরই বর্ণনা
গ্রীষ্মমন্ডলের সূর্যাস্ত
হ্যাঁ ,সত্যি ভারি চমত্‍কার
কিন্তু আমি ভালোবাসি সূর্যোদয়
ভোর
আমি একটি প্রত্যুষও হারাই না
আমি ডেকের ওপর দাঁড়িয়ে থাকি
নগ্ন
আমি একা সূর্যোদয়ের বন্দনা করি
কিন্তু আমি সূর্যোদয়ের বর্ণনা করতে চাই না
আমি আমার ভোরগুলি শুধু
নিজের জন্যই রেখে দেবো ।
______ ব্রেইজ স্যাঁদরার
.
২৩
. . . আকাশ কুয়াশা ছাড়া কিছুই নয় ,
শূন্যতা শুধু জল
দেখো , এখন সব কিছুই মিশ্রিত , তবু চারপাশে আমি
খুঁজি রেখা ও আঙ্গিক
দিগন্তের জন্যও কিছু নেই , শুধু গাঢ় অন্ধকার
রঙের অবশেষ
সব দ্রব্য মিলিত হয়েছে এক জলে , যে জল আমি অনুভব করি
আমার চিবুকে গড়ানো অশ্রুর ধারায় . . . .
______ পল ক্লোদেল
.
২৪।
সুন্দর দিনগুলি ,সময়ের ইঁদুরেরা চিবিয়ে খাচ্ছে
একটু একটু করে আমার জীবন
হা ভগবান ! এই বসন্তে প্রায় আঠাশ বছরে পৌছাবো
এর মধ্যেও অনেকটাই বাজে খরচ হয়ে গেছে , ইস্ !
______ গীয়ম আপোলিনেয়ার
.
২৫।
থেমে গেছে সব শত্রু এখন ছায়ায় নিয়েছে বাস
প্রিয় প্যারিসের পতনশব্দ শত্রুর মুখে শোনা
ভুলবো না আমি লিলির গুচ্ছ গোলাপের নিঃশ্বাস
এবং আমরা দুই ভালবাসা হারিয়েছি ভুলবো না . . .
______ লুই আরাগঁ
.
২৬।


সব সুন্দরেরই থাকে শুধু
একটিই বসন্ত
এসো , আমরা সময়ের পদচিহ্ন গুলিতে
পুঁতে দিই গোলাপ
______ জেরার দ্যা নারভাল
.
২৭।
উঠে বসে ,আমি আমার পর্দাগুলোর আড়াল থেকে
ধরলাম অলক্ষ্য প্রজাপতিটাকে ,
যেন জ্যোত্‍স্নালোক দিয়ে গড়া
অথবা এক বিন্দু শিশির
আমার আঙুলের বন্দিত্ব থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফটে
প্রজাপতিটা আমাকে দিয়ে গেল সুগন্ধের মুক্তিপণ
______ আলোইসিউস বারত্রাঁ
.
২৮।
এসো তবে আমরা ভালবাসি ,এসো ভালবাসি
ধাবমান প্রহরকে উপভোগ করি দ্রুত
মানুষের কোনো বন্দর নেই
সময়ের কোনো তটরেখা নেই
শুধু বয়ে চলে , আমরাও পার হয়ে যাই !
______ আলফঁস দ্যা লামারতিন


বিখ্যাত ফরাসী কবিদের কয়েকটি দূর্লভ কবিতা (অনুবাদ) ( ২য় পর্ব )


বিখ্যাত ফরাসী কবিদের কয়েকটি দূর্লভ কবিতা (অনুবাদ) ( ১ম পর্ব )


চলবে . . . . . .

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.