আমাদের কথা খুঁজে নিন

   

নারীদের ঋণ দেওয়া লাভজনক

রাজধানীর রূপসী বাংলা হোটেলে আজ বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগ নারী উদ্যোক্তা সম্মেলন ও পণ্য প্রদর্শনী শীর্ষক আয়োজন। দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যানারে ৫ শতাধিক নারী উদ্যোক্তা তাদের উৎপাদিত পণ্য নিয়ে অংশ নেন।

এসময় বিশিষ্ট বক্তারা বলেন, নারী উদ্যোগে বিনিয়োগ বর্তমান সময়ে ব্যাংকের ভালো বিনিয়োগ খাত হতে পারে। তারপরও ব্যাংকগুলো নারী উদ্যোক্তাদের ঋণ দিতে চায় না। অথচ দেশের উন্নয়নে নারী উদ্যোগের কোনো বিকল্প নেই।

নারীদের উৎপাদনশীল খাতে এগিয়ে আসতে হবে। নারী উদ্যোক্তাদের প্রথম বাধাই হচ্ছে অর্থায়ন। এজন্য ব্যাংকারদের মানসিকতার পরিবর্তন করতে হবে।

এসএমই বিভাগের মহাব্যবস্থাপক মাসুম চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। সম্মেলনে বক্তব্য রাখেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাসেম আহমেদ, পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক হান্নানা বেগম, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি রোকেয়া আফজাল রহমান, ঢাকা চেম্বারের সভাপতি মো. শাহজাহান খান, আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকার প্রধান প্রতিনিধি মিকিও হাতাইদা, কেয়ারের আবাসিক প্রতিনিধি জেমি তেরজি, বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন-এবিবি'র চেয়ারম্যান আলী রেজা ইফতেখার, আর্থিক প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদ খান প্রমুখ।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.