আমাদের কথা খুঁজে নিন

   

প্রতাশিত মানবের অপ্রত্যাশিত কর্ম



হে বঙ্গ তুমি গরিয়াছ বাংগালি
মানুষ করনি

-কবি গুরু

বঙ্গবন্ধু বলিয়াছিলেন ৬ মার্চ দীপ্ত কন্ঠে " কবিগুরুর কথা আজ মিথ্যা হইয়াছে । আমার বাংগালী আজ মানুষ হইয়াছে।

আজ আমি বলিতে চাই কবিগুরুর কথা মিথ্যা হয়নাই । বঙ্গবন্ধুর কথা মিথ্যা প্রমানিত হইয়াছে । বাঙ্গালী মানুষ হয় নাই মানুষ হইছে কেবল শেখের বেটি ।



এই প্রথম ইতিহাসে একক ভাবে বাংলাদেশ T20 বিশ্বকাপ আয়োজক । যেইখানে বাংলার কোন চিহ্ন নাই। নাই বাংলা সংস্কৃতি ।

অনুষ্ঠান শুরু হইল আল্লাহ রাসুলের নাম ছাড়া । যদিও এ ধরনে লুচ্চামির অনুষ্ঠানে তাদের নাম না নেওয়াই ভাল ।



অনুষ্ঠান শুরু হইল ভারতমাতার গান দিয়া । থিম সং বানানু হইছে বাংলা ইংলিশ র‍্যপ জগা খিচুরি । ১০ দিন আগে মাত্র ভাষার মাষটা গেল।

সারা বিশ্বের মানুষের সামনে বাংলার ভাষা , ঐতিহ্য , সংস্কৃতির মুখে লাথি মারার অন্তত শেখের বেটির কাছ থেকে আশা করিনাই ।

একটা জার্ছি বানানো হইছে সেখানেও মিক্স কালার ।

বন্দেমাতারাম ছারা সবই ইন্ডিয়ার সংস্কৃতি ।
আমি কোন দল করিনা তবে বঙ্গবন্ধুর আওয়ামিলিগ কে শ্রদ্ধা করি । তাই তাদের থেকে দেশ ও রাষ্ট্রের প্রতি এত বর অশ্রদ্ধা কখনই কাম্য করিনি ।

বেচে থাক একন বেচে থাক এ আর রহমান । যেইদিন বাংলার জাতিয় সংগীত বন্দেমাতারাম হবে সেইদিন ভারত মাতার বুকে জন্মাব


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.