আমাদের কথা খুঁজে নিন

   

ধুনটে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

বগুড়ার ধুনটের পল্লীতে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে তার শ্বশুরবাড়ীর লোকজন।

আজ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। তবে পুলিশ বলেছে, ঘটনাটি আত্মহত্যার।

নিহতের পরিবার সূত্রে জানাযায়, গত ২০০২ সালে গাজিপুরের কালিয়াকৈর এলাকার ফুলবাড়িয়া গ্রামের দুলাল হোসেনের মেয়ে পারভিন আকতারের সাথে ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের রামনারায়নপুর গ্রামের ওমর ফারুকের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুই কন্যা সন্তানের জন্ম হয়।

ওমর ফারুক ব্যবসার জন্য গাজিপুরে অবস্থান করে। স্ত্রী পারভিন দুই কন্যা সন্তানকে নিয়ে ধুনট উপজেলার রামনারায়নপুর গ্রামের শ্বশুরবাড়ীতে থাকতো।

গত বুধবার সকালে পারিবারিক বিষয় নিয়ে মোবাইল ফোনে স্বামীর সাথে ঝগড়া বিবাদের এক পর্যায়ে পারভিন আকতার শ্বশুরবাড়ী থেকে পিতার বাড়ীতে যাওয়ার চষ্টো করে। এসময় ননদ শিল্পী খাতুন ও শ্বশুরবাড়ীর লোকজন তাকে রাস্তা থেকে বাড়ীতে নিয়ে গিয়ে বেদম মারপিট করে। মারপিটে  আহত হলেও তাকে কোন হাসপাতাল বা ক্লিনিকে ভর্তি করা হয়নি।

এ অবস্থায় বৃহস্পতিবার সকাল ১১টায় পারভিন আকতারের মৃত্যু হয় ।

থানা পুলিশ সংবাদ পেয়ে আজ সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোত্তালেব হোসেন জানান, এঘটনায় থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের হয়েছে। তবে নিহতের পরিবার তাকে মারপিট করে হত্যার অভিযোগ করেছে। অপরদিকে নিহতের শ্বশুরবাড়ীর লোকজন বলেছে, অসুস্থতার জন্য সে আত্মহত্যা করেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।