আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপির দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ গù

নেত্রকোনার মদনে পোস্টার ছেঁড়ার ঘটনাকে কেন্দ্র করে বিএনপির এক প্রার্থীর সমর্থকের গুলিতে অন্য প্রার্থীর এক সমর্থকের মৃত্যু হয়েছে। উপজেলার ফতেপুর বাজারে গতকাল দুপুরে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, আগামী ২৩ মার্চ মদন উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থীর বিরুদ্ধে বিএনপি থেকে তিনজন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নিয়ে বিএনপিতে কোন্দলের সৃষ্টি হয়। শুক্রবার রাতে চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের ও অর্থ সম্পাদক রফিকুল ইসলামকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়। এ খবরে অতি উৎসাহী হয়ে বিএনপির সভাপতি চেয়ারম্যান প্রার্থী এম এ হারেছের সমর্থক তোলাপাড়া গ্রামের রইছ উদ্দিন গতকাল সকালে ফতেপুর বাজারে বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলামের পোস্টার ছিঁড়ে ফেলেন। এ সময় প্রতিবাদ করেন রফিকুল ইসলামের সমর্থক আটপাড়া গ্রামের আবদুস সাত্তার। এ নিয়ে দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে রফিকুল ইসলামের সমর্থক গেনু মিয়া (৩২) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকাল ৩টার দিকে তার মৃত্যু হয়। মদন থানার ওসি এস এম মফিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.