আমাদের কথা খুঁজে নিন

   

এই জয় আনন্দের, স্বস্তির: সাকিব

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ম্যাচটা ভীষণ গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। কারণ টুর্নামেন্টটা ভালোভাবে শুরু করা খুব জরুরি ছিল। সেদিক থেকে এই জয় আনন্দের ও স্বস্তির। একই সঙ্গে চাপ থেকে মুক্তিরও। ”

এশিয়া কাপে আফগানিস্তানের কাছে লজ্জাজনক হারের পর রোববারের ম্যাচ নিয়ে অনেক কথা হলেও সাকিব জানিয়েছেন, এ ব্যাপারে বাংলাদেশের ক্রিকেটারদের মনে কোনো দুর্ভাবনা ছিল না।



তিনি বলেন, “নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে আফগানিস্তান আমাদের সামনে দাঁড়ানোর মতো দল নয়। একটা ম্যাচে ঐ রকম হতেই পারে। আমরা খুব নির্ভার ছিলাম। দলের সবাই জানতো, আজ আমরা জিতবোই। ”

ম্যাচের সেরা খেলোয়াড় সাকিব মনে করেন, ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগই ভালো করায় টি-টোয়েন্টিতে নিজেদের সবচেয়ে বড় জয় পেয়েছে বাংলাদেশ।



“আমাদের তিনটি বিভাগই ভালো খেলেছে। ফিল্ডিং খুব ভালো হয়েছে। সরাসরি থ্রোয়ে ওদের দুজন ভালো ব্যাটসম্যান আউট হয়েছে। একটা ক্যাচ হাতছাড়া হলেও রিয়াদ ভাই (মাহমুদুল্লাহ) দুটো ভালো ক্যাচ নিয়েছেন। ফিল্ডিং ভালো হলে দলের সবার আত্মবিশ্বাসও বেড়ে যায়।

এটা টি-টোয়েন্টিতে খুব গুরুত্বপূর্ণ। ”

আসল বিশ্বকাপ অর্থাৎ ‘সুপার টেন’ নিশ্চিত করতে হলে ‘এ’ গ্রুপের অন্য দুই দল নেপাল ও হংকংকে হারাতে হবে বাংলাদেশকে।

এই দুই প্রতিপক্ষের জন্য নিজেদের প্রস্তুতি প্রসঙ্গে সাকিব বলেন, “ওদের খেলা ইউটিউবে দেখছি। পাশাপাশি ওদের খেলার ভিডিও দেখবো। নিজেদের মধ্যে আলোচনা তো হবেই।

আমার মনে হয় প্রতিপক্ষের চেয়ে নিজেরা কতটা ভালো করতে পারি সেটা নিয়ে ভাবা বেশি গুরুত্বপূর্ণ। আজকের মতো খেলতে পারলে তেমন সমস্যা হওয়ার কথা নয়। ”

“তবে এদের সঙ্গে খেলার সময় অনেক কিছুই বোঝা মুশকিল। একজন হঠাৎ আক্রমণাত্মক ব্যাটিং শুরু করতে পারে। কেউ বা খুব ভালো বল করতে পারে।

তাই ওদের নিয়ে আগে থেকে কোনো কিছু অনুমান করা ঠিক নয়। ”


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।