আমাদের কথা খুঁজে নিন

   

তারহীন চার্জার আনছে টয়োটা

আমার পোস্ট গুলো পড়ার অনুরোধ রইলো কথা বলতে বলতে দেখা গেল আপনার মোবাইল ফোনের চার্জ শেষ। অথবা বাসা থেকে বের হওয়ার সময় চার্জার নিতে ভুলে গেছেন। তাই প্রয়োজনের সময়ও বন্ধ থাকে আপনার মোবাইল ফোনটি। এ সময়গুলোতে আপনার কি করার থাকতে পারে। এ ধরনের বিড়ম্বনায় প্রায় প্রতিটি মোবাইল ব্যবহারকারীকেই পড়তে হয়।

অপরদিকে মোবাইলের চার্জারের সঙ্গে তার সংযুক্ত থাকায় তা সঙ্গে বহন করাকে অনেকেই ঝামেলা মনে করেন। এসব সমস্যা সমাধানে এগিয়ে এসেছে অটোমোবাইল কোম্পানি টয়োটা। কোম্পানিটি এমনি প্রযুক্তি আবিষ্কার করেছে যে, চার্জার না থাকলেও মোবাইল ফোন চার্জ দেয়া যাবে। চার্জার ছাড়াই গাড়িতে মোবাইলে চার্জ দেয়ার নতুন প্রযুক্তিতে ওয়্যারলেস ম্যাটের মাধ্যমে চার্জ দেয়ার উপযোগী ম্যাগনেটিক চার্জার তৈরি করেছে টয়োটা। এতে ডিভাইসের সঙ্গে চার্জার বা অ্যাডাপ্টার না লাগিয়েই চার্জ দেয়া যাবে।

এই প্রযুক্তি ২০১৩ সালে ব্যবহারকারীদের মধ্যে পৌঁছে যাবে বলে একটি সংবাদ সংস্থা জানিয়েছেন। খবরের সূত্র এই লিংকে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।