আমাদের কথা খুঁজে নিন

   

বঙ্গঁবন্ধুর রেখে যাওয়া বাংলাদেশে ।



আজ মহান নেতা জাতির পিতার শুভ জন্ম দিন । তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালবাসা । তিনি সর্বকালের শ্রেষ্ট বাঙালী । বঙ্গঁবন্ধু বাঙালী জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়ে স্বাধীনতা এনে দিয়েছিলেন । যে নেতার জন্ম না হলে আমরা বাঙালী জাতি বাংলাদেশ পেতাম না ।

তাঁর রেখে যাওয়া বাংলাদেশে আজ একাত্তরের পরাজিত শক্তিরা মাথা ছাড়া দিয়ে উঠতে চাই । একাত্তরের পরাজিত শক্তিরা আস্তে আস্তে আজ অনেক শক্তিবান হয়ে দাড়িয়েছে । তারা আজ বঙ্গঁবন্ধুর রেখে যাওয়া বাংলাদেশকে তাদের সকল শক্তি দিয়ে ধ্বংস করে দিয়ে একটি অকার্জকর করে সাম্প্রদয়িক রাষ্ট্র বানাতে চাই । যখন তারি কন্যার বলিষ্ট নেত্রীততে আমাদের প্রাণের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে । বিশেষ করে গত ৫ই মে ও ৫ই জানুয়ারির নির্বাচনে হেজবিরা যে হত্যা,মানুষকে গাড়ির মধ্যে জ্বালিয়ে মারা,গাড়ি পোড়ানো,দেশের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা,রাস্তা-ঘাঠে প্রগতিশীল মানুষের উপর আতংকিত হামলা করছে , শত শত আওয়ামী লীগের নেতা-কর্মীর হাত পায়ের রগ কেটে দিচ্ছে , আর তাদের সাথে যোগ দিচ্ছে কয়েক বিদেশী রাষ্ট্র ও রাষ্ট্রদূত গন, এবং এদেশের কিছু সুশীল বাটপাররা ও কিছু মিডিয়া ।

গত ৫ই জানুয়ারির নির্বাচনের পর বাংলাদেশে যে হত্যা,ধর্ষণ,লুটপাট,জমি দখল ,বাড়ি থেকে উচ্ছেদ ইত্যাদি চালিয়েছে হেজাবিরা । তথা কতিত একজন মুক্তিযোদ্ধা বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের নামে বঙ্গবন্ধুর রেখে যাওয়া বাংলাদেশে ধর্ম নিয়ে রাজনীতি করার সুযোগ করে ছিলেন আর এখন হেজাবিদের সাথে যোগ দিয়েছে তার স্ত্রী গোলাপী বেগম । পরাজিত শক্তিরা এক হয়ে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র বানাতে তথপর । কিন্তু বঙ্গবন্ধু ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছিলেন । আজ মুক্তিযুদ্ধদের পক্ষের শক্তির বিরোদ্ধে দিন-রাত ওয়াজ মাহফিলের নামে অপপ্রচার করে যাচ্ছেন কিছু মৌলবাদী গোষ্টী ।

তারা বঙ্গবন্ধুর রেখে যাওয়া অসাম্প্রদায়িক বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চাই । কিন্তু আমাদের আশার স্থল,ভরসার স্থল আছে জাতির পিতার কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা । তার কারণে আজ রাজাকার আল বদর ,আর সামস ,মানবতাবিরোধী যোদ্ধাপরাধীর বিচার কাজ চলছে এবং আশা করি শেষ হবে এবং বাংলাদেশ কলংক মুক্ত হবে । আশা করি এদেশে জামাত+শিবির জারজ নিষিদ্ধ হবে । আমাদের মুক্তিযোদ্ধেরপক্ষে সকল মানুষকে সকল ভূল বুঝাবুঝি দূর করে বা অবসান ঘঠিয়ে এক হতে হবে তা না হলে একাত্তরের পরাজিত শক্তিরা লাভবান হবে ।

আশা করি সকল বাঁধা বিঘ্ন অতিক্রম করে বাংলাদেশ তাঁর লক্ষে পৌছাবে আধুনিক সোনার বাংলা ডিজিটাল বাংলাদেশ গড়ে ওঠবে । জয় বাংলা, জয় বঙ্গঁবন্ধু, বাংলাদেশ চিরজীবি হউক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.