আমাদের কথা খুঁজে নিন

   

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বঙ্গবন্ধুর ৯৫তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০১৪ উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

সকাল ১০টা ৩২ মিনিটে রাষ্ট্রপতিকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। ১০টা ৩৪ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি এবং ১০টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী জাতির জনকের সমাধিসৌধের বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে সালাম জানায়। বেজে ওঠে বিউগল।

এ সময় মন্ত্রী, সাংসদ, ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তা, আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদ প্রাঙ্গণে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। সমাবেশে প্রধানমন্ত্রী জেলা সমিতির উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করবেন। এ ছাড়া দুপুর ১২টা ২০ মিনিটে তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

বেলা ৩টায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।