আমাদের কথা খুঁজে নিন

   

এ কি অবস্থা??? দেশে কি কোন ব্যবসায়ী নেই???? অথচ একটা বিশ্বকাপ হচ্ছে এ দেশে................

তোমাকে যদি কেউ কষ্ট দেয়, তাহলে মনে ব্যাথা নিওনা। কারণ, মানুষ সবসময় গাছের মিষ্টি ফলটিকেই ঢিল মারে।






আমার মনে হয়, বাংলাদেশের জার্সিগুলো যদি অনেক বেশী ফ্যাশনেবল হতো তাহলে টাইগাররা আমাদেরকে আরো বেশী জয় এসে দিতে পারতো। যদিও এটা একটা মনস্তাত্তিক ব্যাখ্যা।

আমি বরাবরই একটু ভিন্নধরনের এবং কিছুটা জাকজমকর্পর্ণ পোশাক পছন্দ করি।

আর কোন উতসব হলে তো কথাই নেই। প্রায় ১ মাস আগে থেকেই ফ্যাশন হাউজগুলোতে ঢু মারতে শুরু করি।

কিন্তু বরাবরই যে কোন উতসব-পার্বনে আমাদের পোশাক তৈরীর প্রতিষ্ঠানগুলো খুব একটা মনযোগী নয়, বিশেষ করে ছেলেদের পোষাক ডিজাইনের ক্ষেত্রে।

সেদিন টি২০ বিশ্বকাপ উপলক্ষে একটা জার্সি, পরচুলা, সানগ্লাস এগুলো কিনতে গেলাম প্রথমে ষ্টেডিয়াম এবং পরে বসুন্ধরা শপিং মলে। ওদের কালেকশন এতো কম আমি অবাক হয়ে গেলাম।

অথচ একটা বিশ্বকাপের আয়োজন চলছে এই দেশে।

জার্সি তো শুধু একটাই যেটা পরে বাংলাদেশ খেলছে। এছাড়া আর কোন নতুন ডিজাইন ই নেই। তারপরেও "সাহারা" লেখা ছাড়া তো পাওয়াই মুশকিল। আমি কেন সাহারা লেখা জার্সি পরবো ? কোন যুক্তিতেই হতে পারে না।

বাংলাদেশ টিমের স্পন্সর হয়তো সাহারা। তাই তারা এটা পরতে পারে। কিন্তু আমার ক্ষেত্রে তো প্রশ্নই উঠে না।

টেলিভিশন চ্যানেলে যখন অন্যান্য দেশের খেলা দেখি, তখন দেখা যায় দর্শকরা কত রংবেরং এর সাজে সজ্জিত। অথচ আমাদের দেশে এর ছিটেফোটাও কিছু পাওয়া যায় না।

আমার খুব কষ্ট লাগে তখন।

আরেকটা ব্যাপার না বললেই নয়, বাংলাদেশের ক্রিকেট হোক কিংবা ফুটবল। এদের জার্সিগুলো ডিজাইন করার ক্ষেত্রে কোন মনযোগ ই দেয়া হয় না। কি সব ডিজাইন করে বুঝিনা। অথচ অষ্ট্রেলিয়ার ক্রিকেট টিম কিছুদিন পর পর তাদের জার্সির ডিজাইন পরিবর্তন করে।




এগুলো দেখার কি কেউ নেই। বাংলাদেশের ব্যবসায়ীরা কি এই মৌসুমী ব্যাবসাগুলোর দিকে একটু নজর দিতে পারেন না?????????


 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।