আমাদের কথা খুঁজে নিন

   

গুগলে মীর জাফর-মমতা একসঙ্গে!

তৃণমূল কংগ্রেস নেতা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময়েই তার নানা কর্মকাণ্ডের কারণে আলোচিত-সমালোচিত। সম্প্রতি মমতাকে নিয়ে নতুন সমালোচনার জন্ম দিয়েছে গুগল।

ঘটনাটি হলো গত শনিবার পর্যন্ত গুগলের সার্চ ইঞ্জিনে মমতার নাম লিখে সার্চ করলে দেখা গেছে মুখ্যমন্ত্রীর পরিচয় উপস্থাপনের সময় বিশ্বাসঘাতকতার জন্য ঐতিহাসিকভাবে কুখ্যাত মীর জাফর আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি একইসঙ্গে প্রদর্শিত হচ্ছে।

গুগল ইন্ডিয়ার মূল পেইজে মমতার পরিচিতির সময় মীর জাফরের ছবি উঠে আসছিল। আর বিষয়টি গত শুক্রবার বিকালে মমতার নজরে পড়লে তিনি ক্ষোভে ফেটে পড়েন। সঙ্গে সঙ্গেই ডেকে পাঠানো হয় গুগল ইন্ডিয়ার দায়িত্বপ্রাপ্ত ডেরিক ও' ব্রায়ানকে, আদেশ দেয়া হয় দ্রুত ছবিটি মুছে দেয়ার জন্য।

প্রসঙ্গত, মমতা-মীর জাফরের ছবিটি একসঙ্গে প্রথম প্রকাশিত হয় ২০১২ সালে অনলাইনে প্রকাশিত একটি প্রবন্ধে। পশ্চিমবঙ্গের আরেক কংগ্রেস সংসদ সদস্য অধীর চৌধুরীর সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে প্রবন্ধটি লেখা হয়। সে সময় ভারতের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে প্রণব মুখার্জির বিরুদ্ধে অবস্থান নেয়ায় ঐতিহাসিকভাবে স্বীকৃত বিশ্বাসঘাতক মীর জাফরের সঙ্গে মমতার তুলনা করেছিলেন অধীর চৌধুরী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.