আমাদের কথা খুঁজে নিন

   

ধোনির ১০০ কোটি টাকার মানহানি মামলা

আইপিএল-৬ স্পট ফিক্সিং মামলায় শ্রীনির জামাই গুরুনাথ মায়াপ্পনের সঙ্গে তাঁর নামও জড়িয়ে যাওয়ায় ভালমতোই ফেঁসেছেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি৷ চারিদিকে বিতর্কের ঝড় উঠছে। এতে ভারত অধিনায়ক এবার ক্ষেপেছেন মিডিয়ার বিরুদ্ধে। মামলা ঠুকে দিয়েছেন জি নেটওয়ার্কের বিরুদ্ধে।

ধোনির বক্তব্য- চ্যানেলটির ভিত্তিহীন নিউজের কারণে তার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। সম্মানহানি হয়েছে। তাই তিনি মাদ্রাজ হাই কোর্টে জি নেটওয়ার্কের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন। তিনি যে কোনওভাবেই স্পট ফিক্সিং-এর মতো কোনও অনৈতিক কাজের সঙ্গে জড়িত ছিলেন না, তা আরও একবার উল্লেখ করে ধোনির তরফে এদিন আদালতে মামলা করা হয়। বলা হয় তার বিরুদ্ধে নানাধরণের ভুল রিপোর্ট পেশ করেছে জি মিডিয়া। মঙ্গলবার মাদ্রাজ হাই কোর্ট অবশ্য মামলা চলাকালীন জি গ্রুপকে ধোনির কোনও ইন্টারভিউ এবং ম্যাচ ফিক্সিং সংক্রান্ত কোনও খবর প্রদর্শন বা লেখা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.