আমাদের কথা খুঁজে নিন

   

৩ দিন পর ভাসমান লাশটি উদ্ধার করলো পুলিশ

গত ৩ দিন ধরে লাশটি বিশাল বিলের এ প্রান্ত থেকে ও প্রান্তে ভেসে বেড়াচ্ছিলো। একাধিকবার জানানোর পরও লাশটি উদ্ধারে দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশের তৎপরতা ছিলো না।

শেষে মডেল থানা পুলিশের অনুরোধে দক্ষিন কেরানীগঞ্জ থানার এসআই মঞ্জুর মোর্শেদ আজ দুপুরে অজ্ঞাত ওই লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

তিনি জানান, লাশটি অজ্ঞাত এক নারীর। বয়স আনুমানিক ২২।

পড়নে গোলাপী রংয়ের জর্জেটের কামিজ রয়েছে। পায়ে নুপুর পড়া। ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো ছিল। লাশের পাশে নীল রংয়ের একটি জিন্স প্যান্ট ও হালকা মেরুন রংয়ের একটি বোরকা পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে, দুর্বৃত্তরা যুবতীকে ধর্ষনের পর গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর লাশ পানিতে ফেলে দেয়।

এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।

জানা যায়, ক্ষেতে কাজ করতে গিয়ে শুভাঢ্যা পশ্চিমপাড়ার এলাকায় ওই বিলে গত তিন দিন যাবত অজ্ঞাত যুবতীর লাশ বিলের মধ্যে ভাসতে দেখেন এলাকাবাসী। দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশকে খবর দিলেও তারা ব্যবস্থা নেয়নি। বাধ্য হয়ে এলাকাবাসী মডেল থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মডেল থানার এসআই জালাল আহমেদ আজ সকালে লাশটি উদ্ধারে সেখানে যান।

কিন্তু ঘটনাস্থল দক্ষিন কেরানীগঞ্জ থানা এলাকা হওয়ায় তিনি দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশকে অবগত করেন। শেষে দক্ষিন কেরানীগঞ্জ থানা লাশটি উদ্ধার করে।

দক্ষিন কেরানীগঞ্জ থানার ওসি জামাল উদ্দিন মীর জানান, 'বিলে লাশ ভাসছে' এমন কোন খবর আমার জানা ছিলো না।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।