আমাদের কথা খুঁজে নিন

   

থিংক পজেটিভ, এক্ট পজেটিভ, এন্ড বি পজেটিভ

জীবন যেখানে যেমন ঠিক তেমনি করি এগিয়ে যাই।

একটা ছেলে আর মেয়ে ফ্রেন্ড হতে পারে,
ব্যাপারটা অনেকেরই হজম হয় না।
:- যার ফলে দেখা যায়, আপন ভাই বোনও-
রাস্তায় হাঁটলে বিব্রতকর অবস্থায় পড়ে।
.....
কারো সাথে দেখা হলে - "কিরে মামা,গার্লফ্রেন্ড?"
কিংবা বোনের সাথে ছবি আপলোড দিলে, - "মামা , ভাবি নাকি?"
আর সেখানে ফ্রেন্ডশীপ ব্যাপারটা হজম করাটা খুবই কঠিন তাদের জন্যে।
-তাদের উদ্দেশ্যেই বলা-
_______________________________________________
'বাবা, মা, ভাই- বোন ,চাচা, ফুফু, খালা, মামা, সন্তান সব সম্পর্ক যেমন হয়,
সেভাবে ফ্রেন্ডশীপ নামেও একটা সম্পর্ক আছে.
. ছেলে মেয়েকে একসাথে দেখা মানেই প্রেম না।
প্রেমের সম্পর্কের বাইরেও অনেক সম্পর্ক থাকে'
...
[সো থিংক পজেটিভ,
এক্ট পজেটিভ,
এন্ড
বি পজেটিভ ]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।