আমাদের কথা খুঁজে নিন

   

"ভালোবাসার মৌসুম"

আহমাদ ইউসুফ

ভালোবাসার মৌসুম

ভালোবাসার মৌসুম চলছে এখন।
আজ এই তো, কালকে সে নাই
পরশু তো নতুন জুটি!
অবাক হওয়ার কিচ্ছু নাই।

এভাবেই চলছে ভালোবাসার লেনাদেনা।
চলছে ইমোশন বিকিনি।
দিনকে দিন ব্যাপক হারে, রাস্তা-ঘাটে পার্কের ঝোপে
লজ্জায় মুখ আড়ালে ঢাকে, যুগলবন্দী ছেলে আর মেয়ে।



রিক্সায় হুড তুলে দুজন নির্জনে
কেউ জানে না কি কথা তাহার সনে,
এভাবে চলছে, হাতে হাত রেখে ছেলে আর মেয়ে
দৃপ্ত পদে এগিয়ে চলে এক নুতন পৃথিবীর খোজে।

রাস্তাঘাটে যখন চলতি পথে
এখন নিজেকে খ্যাত-সেকেলে লাগে।
চেহারাটা ঘষেমেঝে ব্র্যান্ডের প্রসাধন, হেয়ার স্টাইলে
নিজেকে সাজাই আজ এই দুর্দিনে।

তবুও চেষ্টা বিফল নিরন্তর চাওয়া
যদি বা হতাম ওদের মতো দুরন্ত হাওয়া।
চলছে লেনাদেনা, ওপেন মার্কেটে
সিক্রেট, হোম মেড, উচু নিচু সার্কেলে

চলছে ঘষামাজা কুৎসিত চেহারা
মনে ক্ষীন আশা হোক না নজরকারা।


এভাবেই চলছে ভালবাসা বিনিময়
আজ অর্থের কাছে প্রেম বড় অসহায়।



আহমাদ ইউসুফ
ঢাকা, ১৯ জানুয়ারী ২০১৪ ইং।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.