আমাদের কথা খুঁজে নিন

   

সারফেসে ফোরজি থাকছে

প্রথম সারফেস ট্যাবলেট বাজারে আনার এক বছরেরও বেশি সময় পর আপডেটেড ভার্সন নিয়ে আসছে বিশ্বের প্রভাবশালী এ সফটওয়্যার জায়ান্ট।

সারফেস ট্যাবলেট সারফেস আরটি নামেই বেশি পরিচিত। এটি বাজারে আনার কয়েক মাস পর মাইক্রোসফট নিজস্ব সারফেসে মোবাইল ব্রডব্যন্ড সংযোগ দেবে বলে জানিয়েছিল। অ্যাপলের আইপ্যাডের আদলে ট্যাবলেট কম্পিউটার তৈরির কথাও জানিয়েছিল মাইক্রোসফট। ২০১০ সালে অ্যাপলের বাজারে আনা আইপ্যাডে ছিল মোবাইল ব্রডব্যন্ড সংযোগের ব্যবস্থা।

অ্যামাজনের কিন্ডল ফায়ার এইচডিএক্স ফোরজিতে একই প্রযুক্তি রয়েছে।

সারফেস ২তে বেশ কিছু পরিবর্তন থাকছে বলে জানিয়েছে মাইক্রোসফট। তবে, ১০.৮১ ইঞ্চি বাই ৬.৭৯ ইঞ্চি পর্দার মাপ একই থাকবে। যদিও মাইক্রোসফট জানিয়েছে, সেলুলার নতুন প্রযুক্তি যুক্ত হওয়ায় ডিভাইসটির ওজন কয়েক গ্রাম বাড়বে।

‘সারফেস ২’ কেনার সময় তাতে উইন্ডোজ আরটি ৮.১ অফিস ও আউটলুক ২০১৩ আরটি ইনস্টল করা থাকবে।

এছাড়া ব্যবহারকারী ২ বছরের জন্য ২০০ জিবি ওয়ানড্রাইভ ক্লাউড স্টোরেজ ব্যবহারের সুযোগ পাবেন বিনামূল্যে।

প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, আগের ভার্সনের সারফেসে একবার ব্যাটারি চার্জ দিলে ১০ ঘন্টা ভিডিও প্লেব্যাক করা যেত। এবার তাতে যুক্ত হচ্ছে ব্রডব্যন্ড রেডিও। যদিও মাইক্রোসফট দাবি করছে, নতুন ব্রডব্যন্ড রেডিও যুক্ত হওয়ায় ব্যাটারির ওপর বাড়তি চাপ পড়বে না।

মাইক্রোসফটের ওয়েবসাইটে সারফেস ট্যাবেলেটের নতুন ভার্সন পাওয়া যাবে।

৬৪ জিবি মডেলের ডিভাইসটির দাম নির্ধারণ করা হয়েছে ৬৭৯ ডলার।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.