আমাদের কথা খুঁজে নিন

   

বিটকয়েনের সঙ্গে সংশ্লিষ্টতা অস্বীকার করলেন নাকামোতো

প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ এক প্রতিবেদনে জানিয়েছে, ব্যক্তিগত আইনজীবীর মাধ্যমে ওই আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছেন নাকামোতো। ওই বিবৃতিতে নাকামোতো বলেন, ‘আমি বিটকয়েন সৃষ্টি বা আবিষ্কার করিনি। আমি এর সঙ্গে কোনোভাবে জড়িতও নই। সংবাদপত্রে প্রকাশিত খবর সম্পূর্ন অস্বীকার করছি আমি।’
মার্কিন সাপ্তাহিক নিউজউইকে মার্চ মাসের শুরুর দিকে প্রকাশিত এক প্রতিবেদনে বিটকয়েনের স্রষ্টা হিসেবে নাকামোতোকে চিহ্নিত করা হয়েছিল। নিউজউইকের ওই প্রতিবেদনের পর আরও গতি পায় বিটকয়েন নিয়ে চলতি আলোচনার ঝড়। ওই প্রতিবেদন প্রকাশের পর নাকামেতো অনানুষ্ঠানিকভাবে বিটকয়েনের সঙ্গে সংশ্লিষ্টতার কথা নাকচ করেছেন একাধিকবার।
শুধু নাকামোতো নয়, নিউজইউকের ওই প্রতিবেদন কতটুকু সঠিক তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন পাঠক এবং প্রযুক্তি বোদ্ধাদের অনেকেই। আর নিজের কর্মজীবন নিয়ে নাকামোতোর দাবি কোডার নয়; বরং ‘শ্রমিক, পোল টেকার এবং বিকল্প শিক্ষক’ হিসেবে কাজ করেছেন তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।