আমাদের কথা খুঁজে নিন

   

সন্ধান মেলেনি কাপ্তাই হ্রদে তলিয়ে যাওয়া দম্পতির

একদিন পার হয়ে গেলেও সন্ধান মেলেনি রাঙামাটির কাপ্তাই হ্রদে নৌকাডুবিতে নিখোঁজ দম্পতির। গত বুধবার বিকেল ৪টার দিকে রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের বোট নিয়ে কাপ্তাই হ্রদে ভ্রমনে বের হন আমেরিকা প্রবাসী মো. আলাউদ্দিন পাঠোয়ারী ও তার স্ত্রী আইরিন সুলতানা লিমা। হঠাৎ ঝড়ো হাওয়ায় বোট উল্টে কাপ্তাই হ্রদে তলিয়ে যান এই দম্পতি। খবর পেয়ে তখন থেকে নৌবাহিনী ও রাঙামাটি ফায়ার সাভির্সের ২০ জনের যৌথ ডুবুরীদল উদ্ধার অভিযান চালিয়ে গেলেও এখনো পর্যন্ত সন্ধান মেলেনি তাদের।

নিখোঁজ দম্পতির পরিবার সূত্রে জানা গেছে, আমেরিকা প্রবাসী আলাউদ্দিন পাঠোয়ারী অধুনালুপ্ত বিডিআর- এ চাকরী করতেন।

ডিভি লটারী জিতে চাকুরী থেকে অবসর নিয়ে আমেরিকা পাড়ি জমান তিনি। ক'দিন আগে দেশে আসেন স্ত্রী লিমাকে আমেরিকা নিয়ে যাওয়ার জন্য। ৪ এপ্রিল আমেরিকা যাওয়ার কথা ছিল লিমার। লিমা থাকতেন চট্টগ্রামের পূর্ব মাদারবাদী বাপের বাসায়। এর মধ্যে স্ত্রী লিমাকে নিয়ে রাঙামাটি ঘুরতে আসেন আলাউদ্দিন।

দুর্ঘটনার খবর পেয়ে আলাউদ্দিন ও লিমার পরিবারের লোকজন ছুটে এসেছেন রাঙামাটিতে। তাদের কান্নায় পর্যটন এলাকার পরিবেশ ভারি হয়ে উঠেছে। নৌকাডুবির পর বোট চালক বিটন চাকমা সাতরে উপরে উঠতে পারলেও পারেননি আলাউদ্দিন-লিমা দম্পতি। বুধবার গভীর রাতে উদ্ধার কর্মীরা দুর্ঘটনা কবলিত নৌকাটি উদ্ধার করে। সেখান থেকে পাওয়া গেছে ডুবে যাওয়া দম্পতির মোবাইল সেট ও ব্যাগ।

রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক আখলাকুর রহমান জানায়, দুর্ঘটনা কবলিত নৌকাটিতে পর্যাপ্ত লাইফ জ্যাকেট থাকায় এ দুঘর্টনা ছিল অপ্রত্যাশিত। নৌকাডুবির ঘটনার পর পর্যটনের নৌযান ঘাটের ইজারাদার সকল প্রকার নৌযান চালানো বন্ধ করে দিয়েছে।

বাংলাদেশ নৌবাহিনীর লেঃ কমান্ডার জুলহাজ ফয়সা জানায়, বুধবার সন্ধ্যা থেকে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে ডুবুরিরা। প্রতিকূল আবহাওয়ার কারনে ব্যাহত হচ্ছে অনুসন্ধান কাজ। তার পরও নিখোঁজ দম্পতিকে না পাওয়া পর্যন্ত অনুসন্ধান চালিয়ে যাবে ডুবুরিদল।

অন্যদিকে ফায়ার সাভিসের ডুবুরিদল ঘটনার ১৫ ঘন্টা পর বৃহস্পতিবার সকাল ৮ টায় নৌবাহিনীর ডুবুরিদের সঙ্গে যোগ দেয়। এ নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোস দেখা দিয়েছে।

এ ব্যাপারে রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহকারী পরিচালক গোলাম মোস্তফা জানান, রাঙামাটি কাপ্তাই হ্রদে বোট ডুবির ঘটনা আমাদের কেউ জানায়নি। যখন আমরা খবর পেয়েছি তখন অনেক সময় পার হয়ে গেছে। তবে চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই দম্পতিকে উদ্ধার করতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।