আমাদের কথা খুঁজে নিন

   

রোবো-সাংবাদিক লিখল ব্রেকিং নিউজ

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, সাংবাদিক ও প্রোগ্রামার কেন শেওয়েনকে এমন একটি অ্যালগোরিদম তৈরি করেছিলেন, যা ভূমিকম্প হওয়ার কিছুক্ষণের মধ্যেই স্বয়ংক্রিয়ভাবে ছোট প্রতিবেদন লিখতে পারে।

যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল জরিপের তথ্য অনুসারে, বর্তমানে বিশ্বব্যাপী বার্তাকক্ষগুলোতে রোবো-সাংবাদিকতা বৃদ্ধি পেলেও লস এঞ্জেলেস টাইমসই এ ধরনের প্রযুক্তির ব্যবহারে এগিয়ে আছে। প্রযুক্তিটি বিশ্বস্ত সূত্র এবং বিভিন্ন স্থানের ডেটার পূর্ব লিখিত টেমপ্লেটের সাহায্যে প্রতিবেদন লিখতে পারে। ভূমিকম্প প্রতিবেদন লেখার অ্যালগোরিদমের পাশাপাশি এটি ভিন্ন আরেকটি অ্যালগোরিদম ব্যবহার করে শহরের অপরাধ সংক্রান্ত প্রতিবেদন লিখতে পারে। তবে এক্ষেত্রে সম্পাদকরা ঠিক করে দেন কোন খবরটি বেশি প্রয়োজনীয়।

অন্যান্য সংবাদ সংস্থাগুলোতেও এ ধরনের প্রযুক্তির ব্যবহার দেখা গেছে। বিশেষত খেলার সংবাদের ক্ষেত্রে।

তবে এটি ‘মানব-সাংবাদিক’দের স্থান নিয়ে নিচ্ছে কি না সে প্রসঙ্গে শেওয়েনকে জানিয়েছেন, সম্পূর্ণ বিষয়টিই প্রাসঙ্গিক। স্বয়ংক্রিয়ভাবে লেখা এ ধরনের প্রতিবেদন সাংবাদিকদের স্থান দখল করছে না। বরঞ্চ এটি দ্রুত ডেটা একত্রিত করে তা ছড়িয়ে দিচ্ছে।

এর ফলে প্রচুর সময় বাঁচে এবং কিছু প্রতিবেদনের ক্ষেত্রে এটি অন্যান্যদের চেয়েও ভালোভাবে তথ্য সংগ্রহ করতে পারে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।