আমাদের কথা খুঁজে নিন

   

টিআইবিকে চ্যালেঞ্জ করা এখতিয়ার বহির্ভূত

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবিকে কারও চ্যালেঞ্জ করা এখতিয়ারবহির্ভূ বলে মন্তব্য করেছেন সংস্থার নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। রাজধানীর হোটেল অবকাশে গতকাল দুপুরে 'নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, সুশাসনের জন্য চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়' শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইফতেখারুজ্জামান বলেন, 'টিআইবি সরকারের একটি নিবন্ধিত সংস্থা। আমরা যে কাজ করি, তা সরকারের অনুমতি নিয়েই করি। সরকারের অনুমতি ছাড়া কোনো কাজ করতে পারি না।

আমরা যে পার্লামেন্ট ওয়াচ করেছি, সেখানেও সরকারের অনুমতি নিয়ে ঢুকতে হয়েছে। তাই টিআইবিকে এভাবে চ্যালেঞ্জ করা এখতিয়ারবহির্ভূ। ' তিনি বলেন, 'আমরা একটি অরাজনৈতিক সংগঠন। আমরা কখনই রাজনৈতিক পক্ষপাতদুষ্ট নই। আমরা যখন সংসদ নিয়ে কথা বলি, তখন রাজনীতি নিয়েও কথা বলতে হয়।

সরকার ও সংবিধান আমাদের কাজ অনুমোদন করে। আমাদের কাজ সংবিধানসম্মত। ' টিআইবির আয়-ব্যয় সম্পর্কে তিনি বলেন, 'যেহেতু টিআইবি সরকারের অনুমোদিত সংস্থা, তাই সরকারের অনুমতি ছাড়া একটি পয়সাও আমাদের অ্যাকাউন্টে আসে না। সরকারের নির্ধারিত খাতের বাইরে একটি পয়সাও খরচ করতে পারি না। তাই সংসদে দাঁড়িয়ে দায়িত্বশীল লোকজনের টিআইবিকে নিয়ে কথা বলা যৌক্তিক বলেও মনে করি না।

' আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম এমপির রাজনীতিতে যোগ দেওয়ার পরামর্শের সমালোচনা করে ড. ইফতেখার বলেন, 'রাজনীতিতে যোগ দেব কি না, তা আমার ব্যক্তিগত এখতিয়ার। তবে টিআইবি ও আমরা মনে করি, আমাদের এ ধরনের ইচ্ছা কখনই হবে না?। রাজনৈতিক দলগুলো সরকারে গেলে আমাদের সমালোচনা করে, বিরোধী দলে গেলে আমাদের অাঁকড়ে ধরে। ' অনুষ্ঠানে টিআইবির পক্ষ থেকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়। সংস্থার ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, 'দেশের প্রায় সব ছোট-বড় খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান নিম্নমানের ও মানববহির্ভূ পণ্য তৈরি করে।

কিন্তু আইনি ফাঁকফোকরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি। বিষয়টি এমন পর্যায়ে পেঁৗছেছে যে এ নিয়ে উৎপাদক, বিক্রেতা, জনসাধারণ, তদারকি সংস্থা, সরকার, দেশি-বিদেশি ব্যবসায়ী ও গণমাধ্যমের কোনো মাথাব্যথা নেই।

৪২ বছরেও দেশে তৈরি হয়নি খাদ্যমানের নির্দিষ্ট একক। তাই খাত হিসেবে চিন্তা করলে খাদ্য খাতই দেশের সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত খাত। ' ড. ইফতেখারুজ্জামান বলেন, 'খাদ্যমান উন্নয়নে সরকার বেশকিছু উদ্যোগ নিয়েছে, কিন্তু সেসবের একটিরও বাস্তবায়ন হয়নি।

ফলে পরিস্থিতির উন্নতির চেয়ে অবনতি হয়েছে বেশি। ' তিনি আরও বলেন, 'সরকার আইন করে দেশের প্রতি জেলায় খাদ্য আদালত প্রতিষ্ঠার বাধ্যবাধকতা রোধ করেছে। এটাকে পুন?ঃ প্রতিষ্ঠা করা দরকার। ' টিআইবির উপ-নির্বাহী পরিচালক ড. সুমাইয়া খায়ের, গবেষণা ও পলিসি বিভাগের পরিচালক রফিকুল হাসান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

 




এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।