আমাদের কথা খুঁজে নিন

   

[এ পারে তে যাহা আমার তাহা আমার নয়, ওই পারে তে যাহা আমার তাহাই আমার রয়]

সুন্দরের দূরত্ব কখনো হয় না ক্ষয়, কাছে না পেয়ে না পাওয়ার দেয় অফুরন্ত পরিচয় ।

যে মানুষে মন না থাকে, সে কি করে হয় রে মানুষ
আজিকার এ বাজার দেখ রে ভাই, মন চলিছে নিজ খেয়ালে
নিজের ভাবনায়,
আমার আমার করে ব্যস্ত সবে, নিজ খেয়ালে মশগুল তবে
নিজে নাহি ঠকিতে চায়, ভবের বাজারে।
আসিয়া সে ভুলিয়া যায়, যেতে আবার হবে রে তার
সবই ছারিয়া, তবে কেন ব্যস্ত ও মন নিজ খেঁয়ালে


[এ পারে তে যাহা আমার তাহা আমার নয়
ওই পারে তে যাহা আমার তাহাই আমার রয়]


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.