আমাদের কথা খুঁজে নিন

   

শুমেখার কোমায় ২৫% ওজন হারিয়েছেন

জার্মানির সাবেক লেজেন্ডারি ফর্মলা নাম্বার ওয়ান ড্রাইভার মাইকেল শুমেখার কোমায় তার শরীরের ২৫ শতাংশ ওজন হারিয়েছেন। এর ফলে তার ওজন ৪৫ কেজিতে এসে দাঁড়িয়েছে বলে জানা যায়। কোমায় থাকাকালীন শরীরের ওজন কমে যাওয়া স্বাভাবিক। তবে শুমেখার যে হারে ওজন হারাচ্ছেন তা অস্বাভাবিক বলেই মনে করছেন সংশ্লিষ্ট ডাক্তাররা। ইতালির দৈনিক লা গেজেতা ডেল্ল স্পোর্ট এবং জার্মান দৈনিক বাইল্ড জেতাং তাদের প্রতিবেদনে শুমেখারের আশংকাজনক হারে ওজন হারানোর এ খবর দিয়েছে।

 

ফরাসি অবসরযাপন কেন্দ্র মেরিবেলে গত বছরের ডিসেম্বরে স্কি খেলার সময় শুমেখার মাথায় মারাত্মক আঘাত পান। তারপর থেকেই তাকে কৃত্রিম কোমায় রাখা হয়েছে। ইতোমধ্যে তার শরীরে দুটি অপারেশনও চালানো হয়েছে। ডাক্তাররা মনে করছেন যে, শুমেখার কোমা থেকে জেগে উঠলে তখন তার পুরোপুরি সুস্থতার জন্য কয়েক বছর ধরে গভীর চিকিৎসা নিতে হবে। তবে তার জেগে উঠার সম্ভাবনা খুবই ক্ষীণ বলেও তারা মনে করছেন।

 

একমাত্র কোনো ধরনের মিরাকলই সাবেক এ ফর্মলা নাম্বার ওয়ান ড্রাইভারের পুরোপুরি সুস্থতা ঘটাতে পারে বলে তার পরিবারকে জানিয়ে দেওয়া হয়েছে।

 

৪৫ বছর বয়সী শুমেখার ফ্রান্সের গ্রেনবল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি আছেন। স্ত্রী করিন্না, ১৭ বছরের মেয়ে জিনা মারি ও ১৪ বছরের ছেলে মিক হাতপাতালে তার শয্যাপাশে প্রতিদিন ৮ ঘণ্টা করে সময় কাটান। উল্লেখ্য, শুমেখার ' ওয়েকিং কোমায়' আছেন অর্থাৎ কোমায় থাকলেও তিনি জেগে আছেন এবং চারপাশে কি ঘটছে এ ব্যাপারে তিনি অবগত আছেন।  



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।