আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুকে শুধুমাত্র এক শব্দের নাম ব্যবহার করবেন যেভাবে

আমরা অনেকেই বলতে গেলে প্রায় সারা দিন ফেসবুকে পরে থাকি আর তাই আজকের টিউটোরিযালটি মূলত ফেসবুকের একটি বিষয় নিয়েই। নিশ্চয়ই খেয়াল করেছেন যে ফেসবুকে অনেকেই একটি মাত্র নাম ব্যবহার করে থাকে? এবং, এটি দেখার পর হয়ত আপনিও দু-একবার অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে চেষ্টা করে দেখেছেন। কিন্তু, কাজ হয়নি! তাহলে কীভাবে করে সবাই? চলুন, আমি আজকে আপনাদের শিখিয়ে দিচ্ছি কীভাবে সিঙ্গেল নাম ব্যবহার করতে হয়।

এই সমগ্র প্রোসেসটির জন্য আপনার শুধু মাত্র একটি ইন্দোনেশিয়ান প্রোক্সির দরকার হবে। প্রশ্ন করতে পারেন,
প্রশ্ন ১প্রক্সি’র দরকার কী?
উত্তরঃ আপনি ইন্দোনেশিয়ান প্রক্সি ব্যবহার করলে ফেসবুকে লগইন করার সময় ফেসবুক সাইটটি বুঝে নেবে যে আপনি আসলে ইন্দোনেশিয়া থেকে লগ ইন করেছেন।

প্রশ্ন ২‘ইন্দোনেশিয়ান’ প্রক্সিই কেন?
উত্তরঃ ইন্দোনেশিয়ানদের নামের শেষের অংশটুকু অর্থাৎ, ‘লাস্ট নেম’ অনেক সময়ই বেশ দীর্ঘ হয়ে থাকে। এ কারণে ফেসবুক ইন্দোনেশিয়ানদের ক্ষেত্রে শুধু মাত্র ‘ফার্স্ট নেম’ ব্যবহার করার সুযোগ প্রদান করে থাকে।

যাই হোক, আপনার মনে যে যে প্রশ্ন আসতে পারে আমি সেই প্রশ্নের উত্তর গুলো দিয়ে দিয়েছি। এখন চলুন কীভাবে কি করব দেখে নেয়া যাক।

ধাপ সমূহঃ

১।

গুগলে ‘hide my ass’ লিখে সার্চ দিন। অথবা আপনি সরাসরি সাইটের ইউআরএল-ও টাইপ করতে পারেন। সার্চ দেয়ার পর সার্চ রেজাল্টে আপনি www.hidemyass.com নামের একটি সাইট পাবেন এবং সাইটের নিচে অনেক গুলো অপশন পাবেন। আপনি ‘Proxy List’-এ ক্লিক করুন। বুঝতে অসুবিধা হলে নিচের চিত্রটি খেয়াল করতে পারেন।

২। সাইটটিতে ঢোকার পরে আপনি নিচের চিত্রের মত একটি অংশ দেখতে পারবেন। দেখুন, Proxy Country এর নিচে ‘All countries’ এ টিক চিহ্ন দেয়া আছে। তবে, আপনার যেহেতু শুধু মাত্র ইন্দোনেশিয়ান প্রক্সি দরকার সেহেতু আপনি টিক চিহ্ন তুলে দেয়ার পর ইন্দোনেশিয়া সিলেক্ট করে ‘Update Results’-এ ক্লিক করুন।

৩।

পেজটি রিফ্রেশ হবার পর নিচের দিকে দেখবেন অনেক গুলো ইন্দোনেশিয়ান আইপি দেয়া আছে। এবং এই আইপি গুলো পোর্ট নম্বর সহ কতক্ষন আগে লিস্টে যোগ হয়েছে এসব তথ্য দেয়া আছে। এখান থেকে আপনি ইচ্ছেমত আইপি ব্যবহার করতে পারেন, তবে যেহেতু প্রতিনিয়ত আপডেট হচ্ছে সেহেতু আপনি চেষ্টা করুন সবচাইতে শেষে আপলোড হওয়া আইপিটি নিতে। এখান থেকে আপনি যে কোন এক সেট আইপি এবং এর পোর্ট অ্যাড্রেস ব্যবহার করবেন।

৪।

এরপর মোজিলা ফায়ারফক্স ওপেন করে Option এ যান এবং Option উইন্ডো খোলার পর Advanced ট্যাবে গিয়ে কানেকশনের পাশে থাকা ‘Settings’-এ ক্লিক করুন। দরকার হলে চিত্রটি খেয়াল করুন।

৫। Settings এ ক্লিক করার পর নতুন একটি ‘Connection Settings’ উইন্ডো ওপেন হবে। এখানে নিচের চিত্রের মত প্রথমে ম্যানুয়াল প্রোক্সি সেটিংস-এ টিক চিহ্ন দিন এবং পরবর্তীতে HTTP Proxy’র ঘরে একটু আগে সংগ্রহ করা ইন্দোনেশিয়ান আইপি অ্যাড্রেসটি দিন এবং Port’এর ঘরে সেই ইন্দোনেশিয়ান আইপি’র পোর্ট বসিয়ে দিন।

এরপর Ok ক্লিক করে বের হয়ে আসুন।

৬। এবার, ফেসবুকে লগ ইন করুন এবং অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে প্রথমে ‘Choose Language’ অপশন থেকে ‘Bhasha Indonesia’ সিলেক্ট করুন। এরপর, আপনি আপনার নামের ঘরে গিয়ে First Name এর ঘরে আপনি যে নামে ফেসবুক ব্যবহার করতে চান সেই নামটি দিয়ে Save করুন।

ব্যাস, দেখুন...।

আপনিও এখন সিঙ্গেল নামে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করছেন। এই টিউটোরিযালটি আমি পরীক্ষা করেই আপনাদের সাথে শেয়ার করছি। তাই, টিউটোরিয়ালটিতে কোন ভুল নেই। আপনারা যারা চেষ্টা করতে চান তারা সব গুলো ধাপ ভালো ভাবে অনুসরণ করলেই সফল হবেন।

এই টিপসটি নতুন নয়, অনেকেই জেনে থাকবেন।

তবে, যারা এখনও জানতো না তাদের কাজে লাগবে আশা করছি। ভালো থাকুন, প্রিয় টেকের সাথেই থাকুন।

সোর্স: http://tech.priyo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.