আমাদের কথা খুঁজে নিন

   

কী সুন্দুর ভুট হইতেছে !!

বাবারে বাবা, ২০০৭ সালের পর থুক্কু ফক্রুদ্দিনের আমুলের পর এত্তু সুন্দুর ভুট আর কুনুদিন দেখি নাই-ও বন্দু কতুদিন দেখি নি তোমারে! আহারে আহারে? ভুত থুক্কু ভুট শুরুর আধঘন্টার মুধ্যেই ২৮০০ ভুটের ১৪০০ কাস্ট হইয়া গেইছে, কী করিৎকর্মা হামরা বাহে ভুটাররা?
ভুট বাক্সু ছিনতাই, পুলিং এজেন্টকে কিনাইন বা জুর করিয়া তাড়াইন দিয়া কেন্দ্রু দখুল করিয়া কী সুন্দুর ভুট হইতিছি।
স্ট্রাইকিং ইর বুদুলে সিনাবাইনীকে গুলির ক্ষমতা দিয়াও এই মহোৎসুব থামিতিছি না কেনে বাহে?
মেঘ নাকি যতু গর্জে ততু বর্ষে না--হামারগুলার দশাও তেমন বাহে---কী সুন্দুর ভুট--দেখি যাও দুনিয়ার তাবুত মানুষ।
ঘটুনা ঘটিলেও একটা গুলিও হইলো না, সন্ত্রাসীরা কাও মরিলো না কিংবা ক্রস ফায়ারেও মরিলো না; কিন্তু পুরবু ঘোষণা অনুযায়ী ঠকই তাহারা মহড়া দিয়া কেল্লাফাতে করিয়া ভুট পাইয়া গেলো। কিন্তু এত্তু সুন্দুর ভুট তবু বন্ধ হইলো না। কী সুন্দুর ভুট হইতিছি, আহা কী আনন্দ আকাশে-বাতাসে!!

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।