আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিসমাসের কমেডি মুভি, আরনর্ল্ড সয়্যার্জনেগারের ”Jingle All the Way”

A Hero will Rise Up Just In Time ........................... ...................... ................ স্ট্যার্ন্ডার্ড রুচিশীল কমেডি, জমজমাট কাহিনী, মানানসই সাউন্ডট্র্যাক সহ দম ফাটানোর হাসির মুভি এবং তার সাথে যদি মেইন ভূমিকায় থাকে আরনর্ল্ড সয়্যার্জনেগার , তাহলে কেমন হবে মুভিটা? আইএমডিবি লিংক: Jingle All the Way কাহিনী সংক্ষেপ: হাওয়ার্ড ল্যংস্টন (আরনল্ড সয়্যার্জনেগর) একজন সাধারন চাকরীজিবী যার একটা খারাপ অভ্যাস হলো ফ্যামিলিগত যেকোন কাজ ভুলে যাওয়া এবং সময়মতো উপস্থিত না হওয়া। তার একমাত্র পুত্র, জেমির একান্ত ইচ্ছা তার বাবা তার প্রতি বেশী মনযোগী হোক। হাওয়ার্ডের স্ত্রীও হতাশ স্বামীকে নিয়ে, প্রিয়তম স্বামী আরো বেশী পরিবারকে সময় দিক এটাই ল্যাংস্টনের স্ত্রী এবং ছেলের একান্ত চাওয়া। সুযোগটা ভালো ভাবেই গ্রহন করে তাদের প্রতিবেশী টেড, যার কুদৃষ্টি আছে ল্যাংস্টনের স্ত্রী লিজের প্রতি। সে বহুভাবে চেষ্টা করে লিজের কাছে তার স্বামীর দোষাবলী তুলে ধরার এবং লিজকে নিজের দিকে আকর্ষিত করার।

ক্রিসমাসে ছেলের একমাত্র চাওয়া, তার সুপারহীরো, একটা টার্বোম্যান পুতুল। যার চাহিদা এতটাই আকাশচুম্বী যে মার্কেটে ক্রিসমাসের আগে পাওয়াই কষ্টকর। মার্কেটের পর মার্কেট চষে বেড়ায় হাওয়ার্ড, একটা টার্বোম্যান এ্যকশান ফিগার পুতুলের জন্য, কিন্তু কোথাওই পাওয়া যাচ্ছেনা এই দুষ্প্রাপ্য খেলনা। এরই মাঝে এসে জুটল একজন প্রতিদ্বন্দী, সিনবাদ, যে পেশায় একজন পোষ্টম্যান। সেও তার ছেলের আবদারের কারনে, একটা টার্বোম্যান পুতুলের জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে মার্কেটের পর মার্কেট।

সাধারনভাবে দুজনে বন্ধুর মতো মার্কেটের পর মার্কেট ঘুরে বেড়ালেও কোথাও যদি একটা টার্বোম্যান পুতুল পাওয়া যাচ্ছে এমন গুজবও কানে আসে, তাহলেই মূহুর্তের মধ্যে পরস্পরের প্রতিদ্বন্দীতে পরিণত হচ্ছে তারা। এর সাথে পিছনে লেগেই আছে পুলিশ অফিসার হ্যামেল। বিভিন্ন জায়গায় নিজের অজান্তেই হাওয়ার্ড টক্কর খাচ্ছে এই অফিসারের সঙ্গে, সাথে জুটছে ছেলেমানুষী শাস্তি। একদিকে প্রতিদ্বন্দী সিনবাদের প্রতিদ্বন্দীতা, অফিসার হ্যামেলের ধাওয়া আর লুল প্রতিবেশী টেডের শত্রুতা আর অন্যদিকে একমাত্র সন্তানের ছোট্ট আবদার - কি হবে হাওয়ার্ডের? সেকি হেরে যাবে সিনবাদের সাথে প্রতীযোগীতায় নাকি হেরে যাবে টেডের সাথে ভালোবাসায় লড়াইয়ে? নাকি শেষ পর্যন্ত পূরন করতে পারবে তার সন্তানের আবদার আর হতে পারবে একজন আদর্শবান স্বামী? নাকি নিজেই হয়ে উঠবে একজন বাস্তব সুপারহীরো? জানতে হলে দেখতে হবে। ডাউনলোড লিংক: ডিরেক্ট দেখার জন্য অথবা আইডিএম থাকলে কম সাইজে (৩১০ মেগাবাইট) ডাউনলোড Jingle All the Way (৭৫০ মেঃ বাঃ টরেন্ট ডাউনলোড) Jingle All the Way (১.৩০ জিবি ১০৮০পি টরেন্ট ডাউনলোড) রিভিউ শুধুই একটা ধারনা, মূল ছবিটা দেখুন- শুরু থেকে শেষ পর্যন্ত হাসতে বাধ্য হবেন।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।