আমাদের কথা খুঁজে নিন

   

৪ উপজেলায় হরতাল চলছে

দেশের চার জেলার চার উপজেলায় আজ সোমবার বিএনপি-জামায়াতসহ ১৯ দলের ডাকা হরতাল পালিত হচ্ছে। এর মধ্যে দুই উপজেলায় সকাল-সন্ধ্যা ও দুই উপজেল‍ায় আধাবেলা হরতাল পালন করছেন দলের নেতাকর্মী ও সমর্থকরা।

গতকাল রবিবার অনুষ্ঠিত চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ দফা ভোটগ্রহণে ব্যাপক ভোট কারচুপি, এজেন্টদের মারধর ও ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া, জালভোট প্রদানসহ বিভিন্ন অভিযোগে এ হরতাল ডাকে উপজেলা পর্যায়ের বিএনপি, জামায়াত-শিবিরসহ ১৯দলীয় জোট।

যেসব জেলার উপজেলায় হরতাল পালন হচ্ছে সেগুলো হলো- ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, বরিশাল ও চুয়াডাঙ্গা।

ব্রাহ্মণবাড়িয়া বিজিবি সদস্যদের সঙ্গে বিএনপির সংঘর্ষে উপজেলা যুবদলের সহ-সভাপতি হাদিস মিয়া নিহতের প্রতিবাদে জেলার আখাউড়া উপজেলায় আজ অর্ধদিবস হরতাল পালন করছে বিএনপি।

রোববার বিকেল ৩টার দিকে আখাউড়া পৌর শহরের তারাগণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ওই যুবদল নেতা নিহত হন।

ফেনীতে জালভোট, কেন্দ্র দখল ও পোলিং এজেন্টদের মারধরের অভিযোগে জেলার সোনাগাজী উপজেলায় আজ বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

উপজেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন রোববার দুপুর সাড়ে ১২টায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। এসময় তারা পুনঃনির্বাচনের দাবি জানান।

বরিশালে ভোট কারচুপির অভিযোগে জেলার আগৈলঝড়া উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী এসএম আফজাল হোসেনসহ ৪ প্রার্থীর ভোট কারচুপি অভিযোগে নির্বাচন বর্জন করে আজ আধাবেলা হরতাল পালন করছে স্থানীয় বিএনপি।

বরিশাল আগৈলঝাড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে বিএনপি প্রার্থী এসএম আফজাল হোসেন, আওয়ামী লীগের বিদোহী প্রার্থী যতিন্দ্রনাথ মিন্ত্রী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রফিকুল নবী ভাট্টি ও স্বতন্ত্র প্রার্থী গিয়াসউদ্দিন খান এ অভিযোগ করেন।

রোববার সকালে বরিশাল আগৈলঝাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিএনপি প্রার্থী এসএম আফজাল হোসেন এ ঘোষণা দেন।

চুয়াডাঙ্গায় ভোট কারচুপির অভিযোগ তুলে পুনরায় উপজেলা পরিষদ নির্বাচনের দাবিতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় আজ বিএনপিসহ ১৯ দলের সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

ভোট চলাকালে রবিবার দুপুর ১টায় জেলা বিএনপির সহ-সভাপতি ও জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান ধন্দুর বাসভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

১৯ দলের পক্ষে হরতালের ঘোষণা দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রুহুল আমীন।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।