আমাদের কথা খুঁজে নিন

   

কৃষিমন্ত্রীর নির্বাচনী এলাকায় বিভাজনে আওয়ামী লীগের পরাজয়

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিভাজনের কারণে বিএনপির প্রার্থী এ কেএম মোখলেছুর রহমান রিপন জয়ী হয়েছেন। তিনি আওয়ামী লীগের দলীয় প্রার্থীর চেয়ে ২৩০৪ ভোট বেশী  পেয়েছেন।

 নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, এখানে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী দলের সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান লেবু (দোয়াত-কলম) পেয়েছেন ৩০ হাজার ৯০৯ ভোট। বিদ্রোহী প্রার্থী দলের সভাপতি আব্দুল হালিম উকিল (ঘোড়া) পেয়েছেন ২৯ হাজার ১৬২ ভোট। আর বিএনপির প্রার্থী মোখলেছুর রহমান রিপন (মোটরসাইকেল) ৩৩ হাজার ২১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।

দলীয় সুত্রে জানা গেছে, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হোসেনের নেতৃত্বে গত ২২ ফেব্রুয়ারী আওয়ামী লীগের তৃণমুলের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোকছেদুর রহমান লেবু (দোয়াত-কলম)। তৃণমূল ভোটে পরাজিত হয়েও বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে কোমর বেঁধে নামেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র মুক্তিযোদ্ধা আব্দুল হালিম  উকিল (ঘোড়া)। আওয়ামী লীগের দুই প্রার্থীনিয়ে দলীয় সমর্থকরাও বিভক্ত হয়ে পড়েন। আওয়ামী লীগ থেকে দাঁড়ানো দুই প্রার্থীই মতিয়া চৌধুরীর অত্যন্ত আস্থা ভাজন। ফলে নির্বাচন শুরু হওয়ার পর থেকে প্রভাবশালী মন্ত্রী ও স্থানীয় এমপি মতিয়া চৌধুরী নালিতাবাড়িতে যাননি।

দলের সিদ্ধান্তের বাইরে একজন প্রার্থী নির্বাচনে থাকলেও তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা না  নেওয়ায় নেতা-কর্মীদের মাঝে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তাছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সঙ্গে গোপনে এক প্রভাবশালী নেতা কলকাঠি নাড়িয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

যোগানিয়া ইউনিয়নের আওয়ামী লীগের ভোটার শফিকুল ইসলাম জনায়, এলাকায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী থাকার পরও প্রার্থীর দ্বন্ধ নিরসনে কোন  উদ্যোগ নেননি। যদি একটা সমঝতা হতো তাহলে আওয়ামী লীগের প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হতো।

নাম প্রকাশ না করে উপজেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, আওয়ামী লীগের পরাজয়ের জন্য আওয়ামী লীগের নীতি নির্ধারকরাই দায়ী।

আওয়ামী লীগের ভোটাররা ঠিকই ভোট দিয়েছেন। কিন্ত দুই প্রার্থী থাকায় নিজেদের পরাজয় নিজেরাই ডেকে এনেছে।  

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।