আমাদের কথা খুঁজে নিন

   

আ.লীগ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানে এগিয়ে

দেশের সাত উপজেলার ১৪টি স্থগিত কেন্দ্রে আজ বৃহস্পতিবার আবার ভোট নেওয়া হয়। এতে চেয়ারম্যান পদে দুটিতে আওয়ামী লীগ ও একটিতে বিএনপি-সমর্থিত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে তিনটিতে আওয়ামী লীগ ও দুটিতে বিএনপি-সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুটি করে উপজেলায় জয় পেয়েছেন দুই দল-সমর্থিত প্রার্থীরা।
১৫ মার্চ তৃতীয় ধাপের নির্বাচনের দিন জাল ভোট ও সহিংসতার কারণে ছয় জেলার সাত উপজেলার ১৪টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়।

এর মধ্যে লক্ষ্মীপুরের কমলনগর, কিশোরগঞ্জের কুলিয়ারচর ও কুমিল্লার তিতাসে একটি করে, চাঁদপুরের হাজীগঞ্জে দুটি, বরিশালের হিজলা, ময়মনসিংহের গৌরীপুর ও মুক্তাগাছায় তিনটি করে কেন্দ্র রয়েছে। ওই সব কেন্দ্রে আজ আবার ভোট নেওয়া হয়। এর মধ্যে তিনটি উপজেলায় চেয়ারম্যান, পাঁচ উপজেলায় ভাইস চেয়ারম্যান ও চার উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যানের চূড়ান্ত ফলাফল পাওয়া গেছে।
ময়মনসিংহ
মুক্তাগাছায় তিনটি পদে বিএনপি-সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। জাকারিয়া হারুন চেয়ারম্যান, শাহরিয়ার শরিফ ভাইস চেয়ারম্যান ও আজিজা রহমান মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

গৌরীপুরে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত ছানাউল হক জয়ী হয়েছেন।
বরিশাল
হিজলায় তিনটি পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। সুলতান মাহমুদ খান চেয়ারম্যান, এনায়েত হোসেন হাওলাদার ভাইস চেয়ারম্যান ও মহসিনা বেগম মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

চাঁদপুর
হাজীগঞ্জে আওয়ামী লীগ-সমর্থিত আবদুর রশিদ মজুমদার চেয়ারম্যান ও একই দলের পারভীন ইসলাম মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন।
লক্ষ্মীপুর
কমলনগরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী হুসনে আরা বেগম।


কিশোরগঞ্জ
কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী মেজবাহ উদ্দিন।
কুমিল্লা
তিতাস উপজেলায় আওয়ামী লীগ-সমর্থিত শাহীনুল ইসলাম ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন।

[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা ও ভৈরব; ময়মনসিংহ ও বরিশাল অফিস, রামগতি (লক্ষ্মীপুর) ও হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি]

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.