আমাদের কথা খুঁজে নিন

   

সেনা প্রধানের পদ ছাড়লেন সিসি

রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে সিসি বলেন, ‘সেনা পোশাকে এটাই আমার শেষ সময়।’
ভাষণে তিনি মিশর থেকে সন্ত্রাসবাদের মূলোৎপাটনের জন্য প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন বলে উল্লেখ করেন।
সিসির এই ঘোষণা প্রত্যাশিতই ছিল।
২০১৩ সালের জুলাইয়ে দেশটিতে প্রবল গণবিক্ষোভের পরিপ্রেক্ষিতে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত মুসলিম ব্রাদারহুডের মোহামেদ মুরসিকে প্রেসিডেন্ট পদ থেকে পদচ্যুত করেন সিসি।



বিবিসি বলছে, সিসি প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হবেন বলেই মনে করা হচ্ছে। কারণ তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন এবং নির্বাচনে তাকে চ্যালেঞ্জ জানানোর মতো শক্ত প্রতিদ্বন্দ্বী নেই।
মিশরের সশস্ত্র বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে গঠিত সুপ্রিম কাউন্সিলের সঙ্গে এক পরামর্শ সভার পর জেনারেল সিসি পদত্যাগের কথা ঘোষণা করেন।
৫৯ বছর বয়সী মিশরের সাবেক এই সেনাপ্রধান ২০১১ সাল থেকে দেশটিতে চলে আসা রাজনৈতিক জটিলতা ও অস্থিতিশীলতার অবসান ঘটাতে পারবেন বলে তার সমর্থকরা মনে করেন।
২০১১ সালে দেশটিতে আরব বসন্তের প্রভাবে গণআন্দোলনের মুখে তিন দশকেরও বেশি সময় মিশর শাসন করা সাবেক একনায়ক হোসনি মুবারক ক্ষমতা থেকে সরে দাঁড়ান।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.