আমাদের কথা খুঁজে নিন

   

জীর্ণশীর্ণ পোষাকে বুড়ী এখনো দাঁড়িয়ে একা

শিমুল গাছটার নীচে
রেললাইনের পাশে
যেখানে রেলগাড়িটা যায় বেঁকে
সেখানে নিষ্পলক দৃষ্টিতে এক রমনী
রেলগাড়ি যায় দেখে
ছেলে আসবে ।

গাড়ির হুইসেল শুনে
ভাবে আনমনে-
এই বুঝি এলো খোকা
গাড়ি থামবে
ছেলে নামবে
ঐ দূর গাঁয়ে রেলগাড়ি যায় দেখা ।

সময় বয়ে যায়
রেলগাড়ি চলে যায়
যাত্রীদের নেই উঠানামা
মনের স্টেশনে হয় না গাড়ির থামা
রমনীর দু’হাত জুড়ে খোকার পুরানো জামা ।

রেলগাড়ি রোজ আসে রোজ যায়
সবাই সবাইকে পায়
প্রতীক্ষায় মা থাকে শুধু বেলা-অবেলায়
খোকা নেই খোকা নেই। তবুও
জীর্ণশীর্ণ পোষাকে বুড়ী এখনো দাঁড়িয়ে একা
একখন্ড নতুন মানচিত্র,
আর হাতে ধরে একখানা লাল-সবুজ পতাকা ।

সোর্স: http://prothom-aloblog.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.