আমাদের কথা খুঁজে নিন

   

ভূত তাড়াতে পারফিউম!

ভূতের কথা শুনলে কম বেশি সবাই আমরা আতঁকে উঠি। অনেকেরই ধারনা, করবস্থান, ভূতের বাড়ি বা ভূতুরে রাস্তা দিয়ে যাওয়ার সময় কোন নো কোন অশরীরি আত্মা আপনাকে ঠিক নজরে রাখছে। এই ভূতের ভয়ে হয়ত কবচ মাদুলি ঝুলিয়ে ঘুরছেন। কিন্তু যারা এসব কিছু করেন না তাদের চিন্তা করার কিছু নেই। তাদের জন্য রয়েছে পারফউম।

গায়ে পারফিউম ছিঁটিয়ে নিলেই ভূত বাবাজি উধাও।

অবাস্তব হলেও কথাটি সত্যি। কিছু অদ্ভূত গন্ধকে একসঙ্গে মিশিয়ে এক বিশেষ পারফিউম তৈরি করেছেন নেবরাস্কার এক কেমিস্ট। এই পারফিউমের গন্ধ একেবারে মরা মানুষের মত। নেবরাস্কার এই কেমিস্টের দাবি এই গন্ধ গায়ে থাকলে নাকি ভূত আপনার সামনেই আসবে না।

 

এই পারফিউমে ব্যবহার করা হয়েছে পুটরেসসিনে, ক্যাডাভেরাইন ও মিথানেথিওল। এই তিনটি গন্ধের মিশ্রণের ফলে তৈরি গন্ধটি একেবারে মরা মানুষের মাংসের মতো। যারা ভূতে ভয় পান তারা এই পারফিউমের দু’চার ফোটা গায়ে লাগিয়ে নিন। ব্যস তবে আর কোন চিন্তা নেই।  



সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।