আমাদের কথা খুঁজে নিন

   

বাগেরহাটে ব্যবসায়ীর লাশ উদ্ধার, আটক ৪

বাগেরহাটের কচুয়ায় উপজেলা সদরে বাবুল হাওলাদার (৪৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সকালে বাগেরহাট জেলার কচুয়া সদর ইউনিয়ন পরিষদের পাশে নিজ বাড়ী থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ এঘটনায় জড়িত থাকার সন্দেহে কাদের হাওলাদারের মেয়ে সেলিনা (৪৮), মুসলি (৪৫), জেনিয়া (৩২), রেকসোনা (৩৮)কে আটক করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলা সদরের চায়ের দোকানদার মৃত আঃ গনি হাওলাদারের ছেলে বাবুল হাওলাদার প্রতিরাতের ন্যায় খাবার খেয়ে ঘুমাতে যায়। খাবার খাওয়ার পরে অসুস্থ হয়ে পড়লে বাড়ীর অপর ব্যক্তিরা হাসপাতালে না পাঠিয়ে সুস্থ হয়ে যাবে বলে শান্তনা দেয়।

পরে অবস্থার অবনতি হলে কচুয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ঘটনার পুর্বে নিহতের প্রতিবেশীরা বাড়ী ছেড়ে না গেলে হত্যা করো হবে বলে হুমকি দেয়। এ অবস্থায় বাবুল বাদী হয়ে কচুয়া থানায় একটি সাধারন ডায়েরী করেছিল।

বাগেরহাটের কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ জানান, আটককৃতদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।