আমাদের কথা খুঁজে নিন

   

মন পেলে দেহ

নিস্কাম প্রেম – সে তো জানি থাকে শুধু কবির কল্পণায়
কামহীন প্রেম কল্পাশ্রয়ী, কাম্য নহে এই নশ্বর দেহ তাই ,
কল্প-রাজ্যে মন অবিনশ্বর সে যে স্বপ্নের এক অলীক যাদু
কল্পাশ্রয়ী প্রেমেতে মজে মতিভ্রম কিছু সংসার ত্যাগী সাধু,
পার্থিব প্রেমে দেহ-মন-কাম সমান্তরালে হেসে খেলে যায়
সোহাগের হাত ধরে স্বপ্নের অধঁরে অযুত চুমুর পশরায়
সুখ-শিহরণে পাশাপাশি হাটে অলৌকিক এক স্বপ্নের ভিতর
মূদ্রার ওপিঠ নেচে কহে -উল্ঠে দেখো মোর সোনালী গতর ;


বৃক্ষ জড়িয়ে গুল্ম যে ছুঁ’তে চাই দূর ঐ আকাশ নীলিমা
মন পেলে দেহ মানে কি কভু পৃথিবীর সীমা-পরিসীমা ?
মন ও যে ছুঁ’তে চাই ঐ সুদূর নীল, নীল প্রজাপতি হয়ে
দেহ যে মাতাল এই বসন্তে রাতে স্বপ্নের ছোঁয়া পেয়ে
দেহ-মন তাই পাশাপাশি এক সাথে এক বিছানায়
সোহাগী কামনায় জড়াজড়ি ধরি সুখ-স্বপ্নে-ঘুমায়।

সোর্স: http://prothom-aloblog.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।